![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় পুনরায় উৎপাদন শুরু করেছে হুয়াওয়ে।
কোম্পানিটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফি জানিয়েছেন, এখন তাদের ৯০ শতাংশ উৎপাদন কাজ চালু করা হয়েছে। ফাইভজির গবেষণা ও উন্নয়নের পাশাপাশি চলছে সিক্সজি নিয়ে গবেষণা। আপাতত কাগজে কলমে সিক্সজির সংগা ও কার্যকারিতা নির্ণয়ের প্রস্তুতি চলছে। আগামী ১০ বছরের আগে এই প্রযুক্তি ব্যবহারের উপযোগী হবে না।
দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় কোম্পানিটির ২০ হাজার গবেষক ও প্রকৌশলী নির্ধারিত সময়ের বাইরেও কাজ করছেন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াতে পারে এমন আশংকা থেকেই সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করছে হুয়াওয়ে।
তবু রেন ঝেংফি মনে করেন, পুরোপুরিভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের তৈরি চিপের ব্যবহার বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এখনও তারা কোয়ালকমের কাছ থেকে চিপ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকেও টিকে থাকার স্বার্থে চিপ বিক্রি করতে হচ্ছে।
সরকারি নিষেধাজ্ঞা এড়িয়ে পণ্য বা যন্ত্রাংশ বিক্রি করতে চাইলে মার্কিন ডিপার্টমেন্ট অব কমার্সের কাছে লাইসেন্সের জন্য আবেদন করতে হচ্ছে কোম্পানিগুলোকে। অনুমতি পেলে চীনের কাছে কোম্পানিগুলো পণ্য বিক্রি করতে পারছে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ১২/২০২০/১৩৩৮
আরও পড়ুন –
উইন্ডোজ ১০ এর বিকল্প হারমনিওএস ২.০ আনছে হুয়াওয়ে
করোনার সময়েও হুয়াওয়ের আয় বেড়েছে
দুই লাখ গবেষক ও প্রকৌশলী নিরলস কাজ করছে, কী বানাচ্ছে হুয়াওয়ে?
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি