vivo Y16 Project

৭৬৮জি প্রসেসর উন্মোচন কোয়ালকমের

qualcomm-snapdragon-techshohor
কোয়ালকমের প্রসেসর। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৬৮জি বাজারে আনতে যাচ্ছে কোয়ালকম।

চিপ নির্মাতা কোম্পানিটি জানিয়েছে, স্ন্যাপড্রাগন ৭৬৫ এর উন্নত সংস্করণ হবে প্রসেসরটি। ৭৬৫জি প্রসেসরের চেয়ে ৭৬৮জি এর সিপিইউ ও জিপিইউ পারফর্মেন্সের উন্নতি ঘটানো হয়েছে ১৫ শতাংশ পর্যন্ত।

গেইমিং মোবাইলের কথা মাথায় রেখে প্রসেসরটি তৈরি করা হয়েছে। সর্বপ্রথম প্রসেসরটি ফোনে সংযোজন করবে শাওমি। নতুন ফোন রেডমি কে৩০ ফাইভজি রেসিং এডিশনে প্রসেসরটি ব্যবহার করা হবে। প্রসেসরটি ১২০ হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট এবং ৬৪ মেগাপিক্সেলের লেন্স সাপোর্ট করবে। এছাড়াও, রিয়েল টাইম ট্রান্সলেশন ও লেন্স ফিল্টারের জন্য রয়েছে প্রসেসরটিতে রয়েছে এআই সাপোর্ট।

Techshohor Youtube

ফাইভজি মডেম সম্বলিত প্রসেসরটি সারা বিশ্বেই মিলিমিটারওয়েভ ও সাব-৬ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি সাপোর্ট করবে। ডাউনলোড স্পিড হবে ৩.৭ জিবিপিএস পর্যন্ত। আপলোড স্পিড হবে ১.৬ গিগাহার্টজ।

এর আগে, মিডরেঞ্জ ফোনের প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৬৫ ও স্ন্যাপড্রাগন ৭৬৫ জি এর ঘোষণা দেওয়া হয়েছিল গত ডিসেম্বরে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/মে ১১/২০২০/১৪২৭

আরও পড়ুন –

কুইক চার্জ ৩+ প্রযুক্তির সূচনা করলো কোয়ালকম

তৃতীয় প্রজন্মের ফাইভজি মডেম আনছে কোয়ালকম

মডেম ব্যবসা বেচে কোয়ালকমকে দুষছে ইন্টেল!

*

*

আরও পড়ুন

vivo Y16 Project