অ্যাপল স্টোর খুললেও আগের অবস্থায় ফিরছে না বেচাকেনা

Zurch-apple-store-techshohor
জার্মানির একটি অ্যাপল স্টোর। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লকডাউনের কারণে এতোদিন সব স্টোর বন্ধ রাখলেও এবার চেনা রূপে ফিরছে অ্যাপল। ক্রেতাদের পণ্য সারাইয়ের সুবিধা দিতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে চারটি রাজ্য ইদাহো, আলাবামা, আলাস্কা ও সাউথ ক্যারোলিনায় স্টোর খুলতে যাচ্ছে অ্যাপল।

ইতোমধ্যে তারা অস্ট্রেলিয়া, জার্মানি ও সাউথ কোরিয়ায় অ্যাপল স্টোর পুনরায় চালু করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তারা সরকারি নির্দেশনা মেনে চলবে। তাই স্টোরে প্রবেশের আগে সবাইকে মাস্ক পরতে হবে বাধ্যতামূলকভাবে। থার্মাল স্ক্যানার দিয়ে সবার দেহের তাপমাত্রাও পরীক্ষা করা হবে। একসঙ্গে অল্প কয়েকজন শুধু প্রবেশের সুযোগ পাবেন। বাকিদেরকে লাইনে দাঁড়িয়ে স্টোরের বাইরে অপেক্ষা করতে হবে।

Techshohor Youtube

আপাতত শুধু পণ্য মেরামতে গুরুত্ব দেবে অ্যাপল। তাই ক্রেতাদেরকে অনলাইনে পণ্য অর্ডার করতে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপে মূল্য পরিশোধ করে স্টোরে এসে শুধু পণ্য নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে টেক জায়ান্টটি।

নির্ধারিত রাজ্যেগুলোতে অ্যাপলের ৬টি স্টোর রয়েছে। চলতি সপ্তাহে সবগুলো স্টোর খুলবে কিনা তা জানা যায়নি। সারা বিশ্বে অ্যাপল স্টোরের সংখ্যা ৫১০টি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আছে ২৭১টি।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ১০/২০২০/১৪৪৬

আরও পড়ুন –

ফ্রিতেই অ্যাপল ও মাইক্রোসফটের সম্মেলনে অংশ নেবেন ডেভেলপাররা

স্মার্টফোনের সরবরাহ কমেছে, ভালো অবস্থানে অ্যাপল

কম দামি আইফোন নিয়ে এলো অ্যাপল

*

*

আরও পড়ুন