হাতে লেখা নোটের সফটকপি বানাবে গুগল লেন্স

গুগল লেন্সের নতুন ফিচার। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল লেন্স দিয়ে এখন হাতের লেখা কপি পেস্ট করে কম্পিউটারে নেওয়া যাবে। এর জন্য প্রয়োজন হবে গুগল লেন্স অ্যাপ ও গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণ।

প্রথমে গুগল লেন্স অ্যাপ বা গুগল অ্যাপে লেন্স বাটন চালু করতে হবে। এরপর হাতে লেখা নোটের উপর ক্যামেরা ধরে ছবি তুলতে হবে। যতোটুকু অংশ প্রয়োজন তা সিলেক্ট করে ‘copy to computer’ অপশনে ট্যাপ করতে হবে। তারপর গুগল ডকের ‘Edit’ অপশনে গিয়ে ‘paste’ করতে হবে।

ফিচারটি ব্যবহার করতে ফোন ও কম্পিউটার থেকে একই গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই ফিচারটি ব্যবহার করা যাবে।

Techshohor Youtube

শুধু নিমিষে সফটকপি তৈরি করাই নয়, অজানা শব্দের উচ্চারণ কেমন হবে সেটাও জানা যাবে লেন্সের মাধ্যমে। তবে ফিচারটি শতভাগ কাজে লাগাতে চাইলে হাতের লেখা পরিস্কার রাখতে হবে। হাতের লেখা স্পষ্ট না হলে সফটকপিতে অনেক ভুল তৈরি হবে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ১০/২০২০/১২৩৬

আরও পড়ুন –

১০০ কোটি বস্তুর নাম জানাবে গুগল লেন্স

সবার জন্য উন্মুক্ত গুগল লেন্স

*

*

আরও পড়ুন