![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গেইম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেইম জানিয়েছে, ব্যাটল রয়্যাল ফোর্টনাইটের নিবন্ধিত প্লেয়ার দাঁড়িয়েছে ৩৫ কোটিতে।
বিশ্বব্যাপী করোনা মহামারির সময় লকডাউনে এর ব্যবহারকারী বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত মাসে এসব প্লেয়াররা গেইমটিতে সময় দিয়েছে ৩২০ কোটি ঘণ্টা।
গত মাসে ট্র্যাভিস স্কট’-এর ভার্চুয়াল কনসার্টে নতুন উপস্থিতির রেকর্ড করেছে ফোর্টনাইট। সেদিন ভার্চুয়াল শো চলাকালীন, এপিক গেইমসে এক সঙ্গে সংযুক্ত ছিলেন এক কোটি ২৩ লাখ প্লেয়ার।
অ্যান্ড্রয়েড প্লাটফর্মে গত মাসে প্রতিষ্ঠানটি তাদের ব্যাটল রয়্যাল একটি গেইম প্রকাশ করেছে।
প্রথমে গেইমটি অ্যান্ড্রয়েড প্লাটফর্মে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে প্রকাশ করেছিল এপিক গেইম।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি