![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার পৃথিবীর বাইরে শুটিং করতে যাচ্ছেন হলিউড অভিনেতা টম ক্রুজ।
মহাকাশে নাসার স্থাপিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) তিনি অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন নাসার অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রাইডেস্টাইন। ফলে মিশন ইমপসিবলের সপ্তম কিস্তিতে (আইএসএস) এর ভেতরের চিত্র দেখা যাবে।
টম ক্রুজসহ শুটিং ইউনিটের আরও কয়েকজন মহাকাশে যাবেন। তাদের সেখানে নিয়ে যেতে পারে স্পেসএক্সের রকেট। গত ফেব্রুয়ারিতে ৪ সাধারণ নাগরিককে মহাকাশে নিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইলন মাস্কের কোম্পানিটি। আগামী ২০২১ ও ২০২২ সালে স্পেসএক্সের ক্রু ড্রাগন রকেটে করে তাদের নিয়ে যাওয়া হবে। মহাকাশ যানটির এখনও উদ্বোধন হয়নি। চলতি মাসের শেষ দিকে নাসার বিজ্ঞানীরা এই রকেটে করে আইএসএস যাবেন।
স্পেসএক্স আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে জিম ব্রাইডেস্টাইনের টুইটে ইলন মাস্ক লেখেন, এটা খুবই অসাধারণ একটি কাজ হবে। তাই ধারণা করা হচ্ছে, নাসা ও টম ক্রুজের এই প্রকল্পে স্পেসএক্সও যুক্ত হয়েছে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ০৭/২০২০/১৪৩৫
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি