হ্যাকারদের চ্যালেঞ্জ দিল মাইক্রোসফট!

মাইক্রোসফট। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বব্যাপী ইথিক্যাল হ্যাকারদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। চ্যালেঞ্জ জিতলে হ্যাকারকে এক লাখ ডলার পুরস্কার দেবার ঘোষণাও দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।

তিন মাসের মধ্যে মাইক্রোসফটের কাস্টম লিনাক্স অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ভাঙতে পারলে এই এক লাখ ডলার পুরস্কার পাবেন হ্যাকাররা।

মাইক্রোসফটের সুরক্ষা বিভাগের সিকিউরিটি প্রোগ্রাম ম্যানেজার সিলভি লিউ বলেছেন, এই নতুন গবেষণা চ্যালেঞ্জের লক্ষ্য হলো হার্ডওয়্যার, ওএস এবং ক্লাউড জুড়ে সুরক্ষা নিশ্চিত করতে আজুর স্পেরে একটি বিস্তৃত আইওটি সুরক্ষা সমাধান তৈরি করা। এর মাধ্যমে ওএসটি একটি  নতুন উচ্চতায় যাবে।

Techshohor Youtube

তিনি বলেন, কোনো আনইথিক্যাল হ্যাকাররা এটি হ্যাক করার আগেই আমরা চাই এর একেবারে ক্ষুদ্র সব ত্রুটিগুলোও ধরা পড়ুক। আমরা কোনো ঝুঁকি রাখতে চাই না।

এই বাগ বাউন্টি প্রোগ্রাম আগামী ১ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস।

এই সময়ের মধ্যে সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেবে মাইক্রোসফট। সেখানে পুরস্কারের জন্য আলাদা আলাদা ক্যাটেগরি থাকবে। কোন ধরনের ত্রুটির জন্য কেমন পুরস্কার সেটা নির্ধারণ ও বিচার করবে আজুর স্ফিরের নিরাপত্তা গবেষকরা।

গত বছর বিল্ড কনফারেন্স আজুর স্ফিয়ার ঘোষণা করেছিল মাইক্রোসফট।

এবারের বাগ বাউন্টি গবেষণার চ্যালেঞ্জেরও মূলে থাকছে আজুর স্ফিয়ার।

দ্য ভার্জ অবলম্বনে ইএইচ/মে৭/২০২০/১২৫০

আরও পড়ুন –

মাইক্রোসফট ক্লাউডের চাহিদা বাড়ছে, নতুন নির্দেশনা জারি

হ্যাকারদের ৫০ ডোমেইন মাইক্রোসফটের নিয়ন্ত্রণে

চিপের ত্রুটি ধরলে মাইক্রোসফট দেবে আড়াই লাখ ডলার

*

*

আরও পড়ুন