Techno Header Top and Before feature image

লকডাউনে বেড়েছে কল অব ডিউটি ও ফিফার প্লেয়ার

কল অব ডিউটি ওয়ারজোন। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লকডাউনের সময় নতুন করে চাহিদা বেড়েছে জনপ্রিয় দুই ভিডিও গেইমের।

অ্যাক্টিভেশন ব্লিজার্ডের কল অব ডিউটি ও ইলেক্ট্রোনিক আর্টসের ফিফা গেইম দুটির প্লেয়ার বেড়েছে হুঁ হুঁ করে।

বছরের প্রথম ৩ মাসে কল অব ডিউটি খেলেছেন ৪০ কোটি ৭০ লাখ মানুষ। মার্চে গেইমটির সর্বশেষ সংস্করণ ওয়ারজোন খেলেছেন ৬ কোটি গেইমার। এছাড়াও, তাদের তৈরি ওভারওয়াচ ও ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফটের প্লেয়ার সংখ্যাও অনেক বেড়েছে। সব মিলিয়ে বিভিন্ন ডিজিটাল চ্যানেল থেকে অ্যাক্টিভেশন ব্লিজার্ডের নিট আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ কোটি ডলার।

কোম্পানিটির প্রধান নির্বাহী ববি কোটিক জানান, ৪০ কোটি মানুষকে সংযুক্ত ও নিরাপদ রাখতে গেইমগুলো কাজে আসছে।

ফিফা গেইমের ডেভেলপার কোম্পানি ইলেক্ট্রোনিক আর্টস জানিয়েছে, তাদের প্লেয়ার সংখ্যা এখন আড়াই কোটি। প্রথম ৩ মাসে তাদের আয় হয়েছে ১৪০ কোটি ডলার।

বাড়িতে অধিকাংশ মানুষ গৃহবন্দী থাকার কারণে স্বাভাবিক সময়ের তুলনায় মানুষ গেইম বেশি খেলছে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ০৬/২০২০/১৩৩০

আরও পড়ুন –

করোনায় লকডাউনে গেইমিং কি ভালো হতে পারে?

টানা ২২ দিন ভিডিও গেইমস খেলে টিনেজারের মৃত্যু!

কনসোল বন্ধ করলেও সেইভ থাকবে গেইমস

আসুসের গ্রাফিক কার্ড কিনলে ‘কল অফ ডিউটি’ ফ্রি

*

*

আরও পড়ুন