Techno Header Top and Before feature image

বাবা হলেন ইলন মাস্ক, অদ্ভুত ধরনের নাম রাখলেন ছেলের!

সপ্তম ছেলেসহ বাবা ইলন মাস্ক। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টুইট করে ইলন জানিয়েছেন তিনি আবারও বাবা হয়েছেন। সঙ্গী কানাডিয়ান কণ্ঠশিল্পী গ্রিম (ক্লেয়ার এলিস) সোমবার ছেলে সন্তানের জন্ম দেন। মঙ্গলবার ছেলের নাম জানান মাস্ক। রকেটের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন ‘X Æ A-12 Musk’। 

নামের ‘Æ’ অংশটির উচ্চারণ কী বা নামটি কিবোর্ডে কিভাবে লিখতে হবে সে সম্পর্কে কোনো ধারণা দেননি তিনি। তবে লিঙ্গুইস্টিকে ‘Æ’ বর্ণের উচ্চারণ অ্যাশ। 

আদতে এটা আসল নাম কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রায়ই অদ্ভুত সব টুইট করেন মাস্ক। এই টুইটও মজার ছলে করেছেন কিনা তা স্পষ্ট নয়।

মঙ্গলবার ছেলের প্রথম ছবি পোস্ট করেন মাস্ক। সেখানে ছেলের চোখের আশেপাশে ফটোশপ দিয়ে ট্যাটু এঁকে দেন। এর ঘণ্টা খানেক পর ছেলেকে কোলে নিয়ে বসে থাকার একটি ছবি দেন টুইটারে।

তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ঘরে জন্ম নেয় ৬ সন্তান। তাদের প্রথম সন্তান নাভাদা জন্মের ১০ সপ্তাহ পর মারা যায়। এরপরে টুইন ও ট্রিপলেট হিসেবে জন্ম নেয় ৫ ছেলে। তাদের নাম ডেমিয়ান, গ্রিফিন, জাভিয়ার, সাক্সোন ও কাই।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ০৬/২০২০/১১৩০

আরও পড়ুন – 

ইলন মাস্ক ও অ্যাম্বার হার্ড : তখন দুজনে!

মনোযোগ পেতে ভুল টুইট করেন ইলন মাস্ক!

মস্তিষ্ক ও কম্পিউটারকে সংযোগ করার চেষ্টায় ইলন মাস্ক

টুইট করলেন মাস্ক, লাপাত্তা ১৪০০ কোটি ডলার

*

*

আরও পড়ুন