স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসরসহ আসবে ওয়ানপ্লাস জেড

ওয়ানপ্লাস জেড। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছরের জুলাইয়ে ওয়ানপ্লাসের আরও একটি ফোন বাজারে আসবে। ফোনটির নাম হবে ওয়ানপ্লাস জেড। এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর। ফ্ল্যাগশিপ না হলেও ফোনটিতে থাকবে ফাইভজি সুবিধা।

সম্প্রতি টুইটারে ফোনটির ছবি ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন টিপ স্টার ম্যাক্স জে। তার প্রকাশিত ছবিতে দেখা যায়, ফোনটিতে আছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা ও ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।

এর আগে একটি সূত্র দাবি করেছিলো, ফোনটির নাম হবে ওয়ানপ্লাস ৮ লাইট। প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০এল। তবে এখন জানা যাচ্ছে, ফোনটি আসবে ওয়ানপ্লাস জেড নামে।

Techshohor Youtube

তবে এখন জানা যাচ্ছে, ফোনটি আসবে ওয়ানপ্লাস জেড নামে। ফোনটিতে থাকবে ৬ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। র‍্যাম হবে ৮ জিবি। ব্যাটারি শক্তি হবে ৪০০০ এমএএইচ। সাপোর্ট করবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

গত ১৪ এপ্রিল ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রো উন্মোচন করে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাসের ওয়েবসাইটে ফোনগুলোর বিক্রি শুরু হবে ২৯ এপ্রিল থেকে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/মে ০৪/২০২০/১৪১০

আরও পড়ুন –

অনলাইনে বিক্রি হবে ওয়ানপ্লাস ৮ সিরিজ

ওয়ানপ্লাস সিইও : এখনও তৈরি নয় ফোল্ডেবল ফোন

১২০ হার্জের ডিসপ্লে থাকবে ওয়ানপ্লাস ৮ প্রোতে

*

*

আরও পড়ুন