চালকের মাস্ক আছে কিনা নিশ্চিত করবে উবারের প্রযুক্তি

উবার। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের প্রকোপ কমে আসলে পুনরায় রাইড শেয়ারিং সেবা চালু করবে উবার। ধীরে ধীরে অল্প কিছু দেশ লকডাউন শিথিল করছে। এমন অবস্থায় চালক ও যাত্রীর নিরাপত্তা নিশ্চিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে উবার।

এ সিদ্ধান্তের আওতায় যে কোনো রাইড নেওয়ার আগে চালককে ফেইস মাস্ক পড়তে হবে। মুখে ফেইস মাস্ক আছে কিনা তা যাচাই করতে প্রযুক্তির সহায়তা নেবে উবার। যাত্রীও যাতে মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিতের উপায় খুঁজছে উবার। কিভাবে এই পরিকল্পনা কাজে লাগানো হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এক বিবৃতিতে কোম্পানিটির মুখপাত্র জানান, ইতোমধ্যে চালকদেরকে মাস্কসহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়েছে। অতি জরুরি প্রয়োজনে তারা সেবা দেবে।

Techshohor Youtube

তবে একইসঙ্গে যাত্রীদেরকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করে রাইড শেয়ারিং কোম্পানিটি।

এর আগে চালকের অ্যাকাউন্টে থাকা ছবির সঙ্গে চেহারা মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে রিয়েল টাইম আইডি চেক ফিচার চালু করেছিলো উবার। এ প্রযুক্তির আওতায় মাঝে মধ্যেই চালককে সেলফি তুলে উবারের অ্যাপে জমা দিতে হতো।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ০৪/২০২০/১১৩০

আরও পড়ুন –

উবারে ছাঁটাই অব্যাহত, চাকরি হারিয়েছেন আরও ৮০ জন 

চাকরি হারাবেন উবারের ২০% কর্মী

*

*

আরও পড়ুন