![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ষড়যন্ত্র তত্ত্ববিদ ডেভিড আইককে নিষিদ্ধ করেছে ইউটিউব। কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেবার কারণে তাকে নিষিদ্ধ করেছে ভিডিও শেয়ারিং সাইটটি।
ইউটিউব জানিয়েছে, আইক ইউটিউবের নীতিমালা ভঙ্গ করেছেন। তাকে আগে বার বার সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করেছেন। যে কারণে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে তারা।
এর ঠিক বিপরীতে আবার আইকের চ্যানেলটি যেনো ইউটিউবে থাকে এমন কিছু ভিডিও দিয়ে দাবি জানাচ্ছে অনেকেই। সেসব ভিডিও কিন্তু ইউটিউব অনুমতি দিচ্ছে।
এর আগে একই কারণে ফেইসবুক আইকের অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এনএইচএস-এর তথ্য ছাড়া সংক্রমণ নীতিমালায় যেসব আছে তা ছাড়া সবই আটকে দিতে চায় ইউটিউব।
চ্যানেলটি সরানোর আগে এটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ছিলো নয় লাখের বেশি। সবশেষ চ্যানেলটিতে ফেইসবুকে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়া নিয়ে ভিডিও পোস্ট করেন আইক। গ্রাহক এই ভিডিওটি দেখেছেন প্রায় এক লাখ ২০ হাজার বার।
আইক নতুন চ্যানেল দিয়ে আবার নতুনভাবে শুরু করতে চাইলে সে অনুমোদনও দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে ইউটিউব।
বিবিসি অবলম্বনে ইএইচ/মে০৩/২০২০/১৯৪০
আরও পড়ুন –
ফাইভজি বিষয়ক সব ষড়যন্ত্র তত্ত্ব মুছে দিচ্ছে ইউটিউব
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি