![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগেই বহুবার নানা ধরনের টুইট করে ধরা খেয়েছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক।
এবার আবার একই কাজ করে অনেকটা ফেঁসে গেছেন। একটি টুইটে তিনি তার শেয়ারের দাম খুব বেশি বলে জানান। এরপর তার শেয়ার থেকে ১৪০০ কোটি ডলার লাপাত্তা হয়ে যায়।
অবশ্য এমন টুইটের ক্ষেত্রে তাকে ২০১৮ সালে একবার সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সে বছর এক টুইট করে দুই কোটি মার্কিন ডলার জরিমানাও দিতে হয়েছে তাকে। তারপরও তিনি এমন টুইট করে চলেছেন।
শুধু যে টুইট করার পর টেসলার শেয়ার মূল্য কমে গেছে তা নয়। একই সঙ্গে কোম্পানির মূল্যমানও কমে গেছে।
টেকক্র্যাঞ্চ জানাচ্ছে, টুইট করার মাত্র আধা ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটি শেয়ারের মূল্য পড়ে যায় ১২ শতাংশ। এরপর দিন শেষ হয়েছে শেয়ার প্রতি মূল্য ৭০১ দশমিক ৩২ ডলারে। আর এতে দিন শেষে প্রতি শেয়ারের মূল্য কমে গেছে ৭ দশমিক ১৭ শতাংশ।
এবারের টুইট নিয়ে অবশ্য যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ কমিশন কোনো ধরনের মন্তব্য করতে চায়নি।
চলতি বছর ইলেক্ট্রিক গাড়ির নতুন কিছু মডেল এনেছে টেসলা। এর ফলে কোম্পানিটির শেয়ারের মূল্য বেড়েছে। এখন প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/মে২/২০২০/১৬১০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি