Techno Header Top and Before feature image

বাতিল হলো ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ

গত বছরের ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকে একের পর এক অনুষ্ঠান বাতিল হয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলো গেইমিং প্রতিযোগিতা ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ।

আয়োজক প্রতিষ্ঠান এপিক গেইমস জানিয়েছে, চলতি বছরের শেষেও আর ওয়ার্ল্ডকাপটি আয়োজনের সম্ভাবনা নেই। তাই তারা ২০২১ ওয়ার্ল্ডকাপ নিয়ে ভাবছে। সব অঞ্চলের ইন্টারনেট সুবিধা একই রকম নয়। ফলে অনলাইনে প্রতিযোগিতাটি আয়োজন করা অসম্ভব। তবে যথারীতি এ বছর মৌসুমভিক্তিক ফোর্টনাইট চ্যাম্পিয়ান সিরিজ চলবে।

গত জুলাইয়ে অনুষ্ঠিত ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপে চ্যাম্পিয়ন হয় ১৬ বছর বয়সী এক মার্কিন কিশোর। তার নাম কাইল গিয়ার্সডফ। গেইমিংয়ের দুনিয়ায় সে পরিচিত বোগা নামে।অনলাইনে ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপে খেলতে ১০ সপ্তাহ ধরে ৪ কোটি গেইমার প্রতিযোগিতা করে। এর মধ্যে ফোর্টনাইট ফাইনালে ১০০ গেইমারকে টেক্কা দিয়ে বিজয়ী হয় কাইল।একক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার হিসেবে সে জিতে নেয় ৩ মিলিয়ন ডলার (৩০ লাখ ডলার)।

ফোর্টনাইট গেইমটিতে দলবদ্ধভাবে বা একাই একটি ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকতে হয়। একটি ম্যাচে একসঙ্গে ১০০ জন পর্যন্ত গেইমার অংশ নিতে পারে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ০২/২০২০/১১৫৫

আরও পড়ুন –

এবার গুগল আইও কনফারেন্স বাতিল

করোনার আতঙ্কে বাতিল এফ৮ ও জিডিসি কনফারেন্স

বাতিল হলো এমডব্লিউসি আয়োজন

এই সমাধানগুলো জানা থাকলে অনলাইন গেইমে আপনিই ‘জয়ী’!

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে গেইম তৈরির আগ্রহে ভাটা, নেই পুরনোগুলোর আপডেট!

*

*

আরও পড়ুন