Techno Header Top and Before feature image

‌আর কখনও টুইট করবেন না ঋষি কাপুর

বলিউড অভিনেতা ঋষি কাপুর। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক দিনের ব্যবধানে দুই গুণী অভিনেতাকে হারাল বলিউড। ইরফান খানের পর ক্যান্সারের কাছে হেরে পৃথিবী থেকে বিদায় নিলেন ঋষি কাপুর (৬৭)।

সকাল ১০টার দিকে ঋষি কাপুরের মৃত্যুর কথা টুইটারে জানান অমিতাভ বচ্চন। তার টুইটের পরই ঋষির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এরপরই সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা ছবি পোস্ট করে শোক জানাতে থাকে।

২০১৮ সালে ক্যান্সার ধরা পড়লে নিউইয়র্কে গিয়ে চিকিৎসা নেন ঋষি কাপুর। দীর্ঘ ১১ মাস পর গত সেপ্টেম্বরে ভারতে ফিরে আসেন ক্যান্সার জয়ী হিসেবে। তখন নিজেই টুইট করে ফেরার কথা জানান। বরাবরই টুইটারে বেশ সরব ছিলেন তিনি। কখনও কখনও দিনে গড়ে ৫ থেকে ৬টি টুইট করতেন। মার্চের শেষ সপ্তাহে করোনাভাইরাস নিয়েও তিনি বেশ কয়েকটি টুইট পোস্ট করেন।

ঋষি কাপুরের একদিন আগে মারা যান ইরফান খান। তিনিও ক্যান্সারে ভুগছিলেন। এই দুই তারকা একত্রে ডি-ডে নামের একটি সিনেমাতে অভিনয় করেন ২০১৩ সালে। ঋষির মৃত্যুর পর সিনেমাটিয় থাকা তাদের দুজনের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ৩০/২০২০/১২৫৮

*

*

আরও পড়ুন