Techno Header Top and Before feature image

চাকরি হারাবেন উবারের ২০% কর্মী

উবার। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের প্রভাবে চাকরি হারাতে যাচ্ছে উবারের ২০ শতাংশ কর্মী।

যদিও এখন পর্যন্ত সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি। তবে শীর্ষ পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলে চাকরি হারাবেন উবারের ৫ হাজার ৪০০ কর্মী। এই কর্মীদের উবার প্রতি মাসে বেতন দিয়ে থাকে। চালক বা ডেলিভারি ম্যানদের উপর এ সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।

এমন পরিস্থিতে প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার তুহান পাম পদত্যাগ করেছেন। উবারে তিনি যোগ দিয়েছিলোন ২০১৩ সালে। তার অধীনে কাজ করতেন উবারের ৩ হাজার ৮০০ প্রকৌশলী। তাদের মধ্যে ৮০০ প্রকৌশলী চাকরি হারাতে যাচ্ছেন।

বর্তমানে বিশ্বজুড়ে উবারের বেতনভুক্ত কর্মী আছে ২৭ হাজার। করোনাভাইরাসের কারণে বিশ্বের সব বড় বড় শহরে লকডাউন চলছে। এমন অবস্থায় উবার অ্যাপে চলা গাড়ি রাস্তায় নামতে পারছে না। ফলে ব্যবসায় ধস নেমেছে। গত বছর একই সময়ের তুলনায় রাইড শেয়ারিং প্ল্যাটফর্মটির আয় কমেছে ৮০ শতাংশ।

উবারের খাবার ডেলিভারির ব্যবসাও আছে। উবার ইটসের ব্যবহারকারী বাড়লেও তা রাইড শেয়ারিং ব্যবসার ক্ষতি পোষাতে পারছে না।

দ্য ভার্জ অবলম্বনে/এজেড/ এপ্রিল ২৯/২০২০/১৪৩৫

আরও পড়ুন –

উবারে ছাঁটাই অব্যাহত, চাকরি হারিয়েছেন আরও ৮০ জন

যাত্রী-চালকের কথা রেকর্ড করবে উবার

কুরিয়ার সেবায় নামবে উবার!

প্রথম ‘ভুলে’ আলোচনায় উবার সিইও

*

*

আরও পড়ুন