Techno Header Top and Before feature image

সার্চ বেড়েছে গুগলে, বিজ্ঞাপনের আয় কমার শঙ্কা

গুগল হেডকোয়ার্টার। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের প্রথম প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করেছে।

বছরের প্রথম দুই মাস গুগল বেশ ভালো লাভ করেছে। তবে মার্চে পরিস্থিতি খারাপ হতে থাকে। তাই অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই একে ‘দুই প্রান্তিকের গল্প’ বলে উল্লেখ করেছেন।

অন্যান্য প্রতিষ্ঠানের মতো করোনাভাইরাসের প্রভাবে তেমন ভুগতে হয়নি গুগলকে। গত বছর একই প্রান্তিকের তুলনায় তাদের আয় বেড়েছে ১৩ শতাংশ। গৃহবন্দী মানুষ তথ্য নিতে ভরসা করেছে গুগলের উপর। তাই গুগল সার্চের পরিমাণ এ সময় বেশি ছিলো।

যুক্তরাষ্ট্রের বিনোদনমূলক অনুষ্ঠান সুপার বোলের চেয়ে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য খোঁজা হয়েছে ৪ গুণ বেশি। গুগলের মালিকানাধীন ইউটিউবেও এখন মানুষ বেশি সময় কাটাচ্ছে। কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও সুন্দর পিচাই জানিয়েছেন ইউটিউবে লাইভস্ট্রিমিং ভিডিও দেখার হার বেড়েছে।

অ্যাপেও মানুষ সময় কাটাচ্ছে বেশি। ফেব্রুয়ারির তুলনায় মার্চে অ্যাপ ডাউনলোডের হার ছিলো ৩০ শতাংশ বেশি। প্রতিমাসে গড়ে গুগল প্লে ব্যবহৃত হয়েছে ২৫০ কোটি ডিভাইসে।

এছাড়া, ক্রোমবুকের চাহিদা বেড়েছে। বিশ্লেষকদের দাবি, গত বছরের তুলনায় এবার বছরের প্রথম প্রান্তিকে ক্রোমবুকের চাহিদা বেড়েছে ৪০০ শতাংশ। অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চলছে বলে ক্রোমবুকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি।

তবে স্মার্টফোনের চাহিদা কমায় ডিভাইস অ্যাক্টিভেশনের হার কমেছে। গুগলের আয়ের বড় একটি অংশ আসে বিজ্ঞাপন থেকে। আগামী প্রান্তিকে করোনাভাইরাসের প্রভাবে বিজ্ঞাপন ব্যবসায় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন গুগলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রুথ পোরাট।

এনগ্যাজেটস অবলম্বনে এজেড/ এপ্রিল ২৯/২০২০/১৩৪৮

আরও পড়ুন –

চেন্নাই টু অ্যালফাবেট ‘সুন্দর পথ’

গুগল ক্রোমের ২০০ কোটি ব্যবহারকারীর জন্য সতর্কতা

যেভাবে ভিডিও কনফারেন্স করবেন গুগলের মিটে

এই প্রথম ইউটিউবের আয় জানালো গুগল

*

*

আরও পড়ুন