Techno Header Top and Before feature image

টিকটকে অ্যাকাউন্ট খুললো অ্যাপল

টিকটকে অ্যাপলের অ্যাকাউন্ট। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শর্ট ভিডিও তৈরির অ্যাপ টিকটকে অফিশিয়াল অ্যাকাউন্ট খুলেছে অ্যাপল।

টিকটকের এক ব্যবহারকারী অ্যাকাউন্টটি শনাক্ত করে। এখন পর্যন্ত কোনো পোস্টও নেই অ্যাকাউন্টটিতে। শুধু ডিসপ্লে ছবিতে অ্যাপলের লোগো ও নামের পাশে ভেরিফাইড চিহ্ন আছে। অ্যাকাউন্টটিতে ফলোয়ার সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

মূলত বিজ্ঞাপন প্রচার ও বিভিন্ন ক্যাম্পেইনিংয়ের প্রচারণার জন্য তারা টিকটকে প্রবেশ করেছে। টিকটকে শর্ট ভিডিও তৈরির মাধ্যমে তারা এখন ব্যবসায়িক প্রচারণা চালাবে।

টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারেও সরব টিকটিক। ইনস্টাগ্রামে তারা #শটঅনআইফোন নামে একটি ক্যাম্পেইন পরিচালনা করে। সেখানে তাদের ২ কোটি ৩০ লাখ ফলোয়ার আছে।

তবে ডাউনলোড সংখ্যার দিক দিয়ে ইনস্টাগ্রামকে দ্রুত পেছনে ফেলছে টিকটক। ২০১৯ সালে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ ছিলো টিকটক। সারা বিশ্বে টিকটিক ব্যবহারকারীর সংখ্যা এখন ৮০ কোটি। তাই প্রচারণার মাধ্যম হিসেবে গুরুপূর্ণ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া অ্যাপটি।

ইন্টারনেট অবলম্বনে এজেড/এপ্রিল ২৬/২০২০/১২৫৮

আরও পড়ুন –

টিকটকের মতো ফিচার আনছে ইউটিউব

স্ন্যাপচ্যাট সিইও : জনপ্রিয়তায় ইনস্টাগ্রামকে হারাবে টিকটক

*

*

আরও পড়ুন