অনলাইনে এইচএসসির মডেল টেস্টের ব্যবস্থা জাহাজীর

এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে মডেল টেস্ট নেবে জাহাজী। ছবি : সৌজন্যে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসে সারাবিশ্বেই এখন অচলাবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা এখনই বলা যাচ্ছে না।

অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা কড়া নাড়ছে দরজার সামনে। তাই অভ্যন্তরীণ নৌরুটের প্রথম প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান জাহাজী উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ঘরে বসে অনলাইনে মডেল টেস্ট দেয়ার ব্যবস্থা চালু করেছে।

অনলাইনে স্পেশাল ট্রিকস ডটকম (www.specialtrix.com) সাইটে রেজিস্ট্রেশন করে যে কোনো শিক্ষার্থী বিনামূল্যে তিনটি ফ্রি মডেল টেস্ট দিতে পারবেন।

Techshohor Youtube

তবে পুরো সিলেবাসের ৪০টি পরীক্ষা দিতে চাইলে একজন শিক্ষার্থীকে পরিশোধ করতে হবে এক হাজার টাকা। এটি বিকাশ, রকেট বা ব্যাংক কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

দেশের অভ্যন্তরীণ নৌরুটের স্টাফদের সন্তানেরা ভেরিফিকেশন করে বিনামূল্যে এ সেবাটি পাবে।

অনলাইনে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মডেল এমসিকিউ পরীক্ষা শুরু হবে আগামীকাল রোববার থেকে।

জাহাজীর করা স্পেশাল ট্রিক্সের সাইটে উচ্চমাধ্যমিকের বাংলা, আইসিটি, পদার্থ বিজ্ঞান, গণিত, জীব বিজ্ঞান ও রয়াসনের সম্পূর্ণ সিলেবাসকে ৪ ভাগ ভাগ করে বিষয়ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক ৪০টি পরীক্ষায় সাজানো হয়েছে।

একই পেপারের সিলেবাসকে ৪ ভাগে ভাগ করে পরপর ৪ দিন নেওয়ার কারণে পরীক্ষার্থীরা একবার একটা বিষয় রিভিশন শুরু করলে একবারে শেষ করতে পারবে।

জাহাজী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা পরীক্ষাগুলো বোর্ড স্টাইলেই সাজিয়েছে। কোন বিষয়ের পর কোন বিষয় আসবে, সেই রুটিনও করা হয়েছে বোর্ড স্টাইলে, যেন শেষ সময়ের এই প্রস্তুতি একজন শিক্ষার্থীর বোর্ড পরীক্ষায় গিয়েও সর্বোচ্চ কাজে লাগে।

পরীক্ষা শেষ করার সাথে সাথেই একজন পরীক্ষার্থী তার প্রাপ্ত নাম্বার দেখার পাশাপাশি সঠিক উত্তরপত্র মিলিয়ে দেখতে পারবে।

মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জেএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট এই সাইটে অবমুক্ত করা হবে বলেও জানায় জাহাজী।

ঘরে বসে শিক্ষার্থীরা মডেল টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতি ভালোভাবে যাচাই করে নিতে পারবে বলেও জানায় জাহাজী। পুরো ব্যবস্থায় জাহাজীকে কারিগরী ও গবেষণা সহযোগিতা করেছে সিরাম সিস্টেমস।

ইএইচ/এপ্রি২৫/২০২০/১৭৪০

*

*

আরও পড়ুন