![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাশ্রয়ী দামের আইফোন এসই (২০২০) এর পারফর্মেন্সে ছাড়িয়ে গেছে সব অ্যান্ড্রয়েড ফোনকে। ফোনটির দ্রুত গতির পারফর্মেন্সের উৎস এর প্রসেসর। ছোট স্ক্রিনের ফোন হওয়ায় এ১৩ প্রসেসরে ফোনটি বাড়তি সুবিধা পেয়েছে।
প্রসেসরটির শক্তি পরিমাপ করেছে গিকবেঞ্চ ওয়েবসাইট। তাদের পরীক্ষায় সিঙ্গেল টাস্ক পারফরর্মেন্সের ক্ষেত্রে আইফোন এসই (২০২০)-তে ব্যবহৃত এ১৩ চিপের স্কোর ১৩২৮।একই পরীক্ষায় স্যামসাংয়ের অন্যতম দামি ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২০ আল্ট্রার স্কোর ৮৩৫।
কম বেশি প্রায় সব কোম্পানির এন্ট্রি লেভেলের ফোনেই কম শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়। এতে ফোন কোম্পানিগুলোর উৎপাদন খরচ বেঁচে যায়। চিরচেনা সেই পথে হাঁটেনি অ্যাপল। তাদের নতুন ফোনের ডিজাইন পুরানো হলেও প্রসেসরের মানে তারা কোনো ছাড় দেয়নি।
৪.৭ ইঞ্চির আইফোন এসই ২০২০ সংস্করণটির দাম শুরু হয়েছে ৩৯৯ মার্কিন ডলার থেকে। গত সপ্তাহে অনলাইনে, আইফোনটি উন্মোচিত হয়। শুক্রবার থেকে ফোনটির ডেলিভারি দেওয়া শুরু করেছে অ্যাপল।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ২৫/২০২০/১১০৫
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি