Techno Header Top and Before feature image

জুমের ব্যবহারকারী এখন ৩০ কোটি

জুমে চলছে ভিডিও কনফারেন্স। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাকালে জুমের ব্যবহার বেড়েই চলেছে।

চলতি মাসের শুরুতে প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ছিলো ২০ কোটি। গত মঙ্গলবার তা গিয়ে ঠেকে ৩০ কোটিতে। বুধবার এক ওয়েবিনারে (ভার্চুয়াল সেমিনার) এ তথ্য জানান জুমের প্রতিষ্ঠাতা ও সিইও এরিক ইউয়ান।

তিনি বলেন, স্পষ্টতই জুম এই কঠিন পরিস্থিতে সবাইকে মূল্যবান সেবা দিচ্ছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও স্কুল ও গ্রাহকরা জুমে আস্থা রাখায় আমরা রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি।

চলতি মাসেই শুধু নয়, জুমের এই জয়যাত্রা চলছে জানুয়ারি থেকে। গত মাসেও অ্যাপস্টোর ও গুগল প্লে থেকে সবচেয়ে বেশি বার ডাউনলোডকৃত অ্যাপ ছিলো জুম। অথচ ডিসেম্বরেও জুমের ব্যবহারকারী সংখ্যা ছিল মাত্র ১ কোটি।

এমনিতেই এতো ব্যবহারকারীর বৃদ্ধির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে জুম। তার উপর বাড়তি সমস্যা সৃষ্টি করছে হ্যাকাররা।

জুমে মিটিং, কনফারেন্স বা ভিডিও সম্প্রচারে অনেক সময় পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা যায়। কারণ এমন অনেক কনফারেন্স থাকে যা সবার জন্য উন্মুক্ত। তাই কনফারেন্সে যোগ দেওয়ার উপায়ও সহজ করে দেওয়া হয়েছে। আর এই সুযোগটিই নিচ্ছে হ্যাকাররা। এ সুযোগে অ্যাপটির নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা ভিডিও কনফারেন্স মিটিংয়ের দখল নিয়ে আপত্তিকর কনটেন্ট পোস্ট করে অন্যদের বিব্রত করছেন। এ সমস্যা পরিচিতি পেয়েছে জুমবোম্বিং নামে।

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আগামী তিন মাসের জন্য নতুন ফিচারের উন্নয়নের কাজ স্থগিত রেখেছে জুম।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ২৩/২০২০/১৮২৫

আরও পড়ুন –

জুমের নতুন সমস্যার নাম জুমবোম্বিং

স্কাইপ না জুম?

জুম ব্যবহার বন্ধের নির্দেশ সিঙ্গাপুরে

সাবধান! জুম মিটিংয়ের ভিডিও রেকর্ড করবেন না

*

*

আরও পড়ুন