Samsung IM Campaign_Oct’20

দেশেও শিশুদের ম্যাসেঞ্জার চালু করল ফেইসবুক

দেশে ম্যাসেঞ্জার কিডস চালু করলো ফেইসবুক। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশসহ আরও ৭০ দেশে ম্যাসেঞ্জার কিডস চালু করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুক।

বুধবার বাংলাদেশে শিশুদের উপযোগী ম্যাসেঞ্জার সেবাটি উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ।

ফেইসবুক বলছে, করোনাভাইরাসের কারণে সবাই ঘরবন্দি। আর এই সময়ে একে অন্যের সংস্পর্শে আসতে পারছেন না। শিশুরা যাতে তাদের শিক্ষামূলক কাজে এবং বন্ধুদের সঙ্গে যোগযোগ রাখতে পারে এজন্য সেবাটি আনা হয়েছে।

ছোটদের এই ম্যাসেঞ্জার সেবায় প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে। ফলে শিশুরা অনলাইনে কাদের সঙ্গে যুক্ত হচ্ছে, কাদের সঙ্গে চ্যাট করছে তার নজরদারী করতে পারবেন। এমনকি এখানে আলাদা তরে ড্যাশবোর্ড সেবা থাকায় কোনো গ্রুপ চ্যাটে নির্দিষ্ট কাউকে আমন্ত্রণ বা গ্রুপ থেকে সরিয়ে দিতেও পারবেন। এমনকি সেখানে নির্দিষ্ট নম্বর দেওয়া ও সরিয়ে দেবার ব্যবস্থাও থাকছে।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে সেবাটি প্রথম চালু হয়। এরপর নানান কারণে কিডস ম্যাসেঞ্জার খুব জনপ্রিয় করতে পারেনি ফেইসবুক। অনূর্ধ্ব ১৩ বয়সীদের সেবাটি এবার অনেক দেশে একবারে এনে এই লকডাউনে জনপ্রিয় করে তুলতে চাইছে ফেইসবুক।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/এপ্রি২৩/২০২০/১২১৪

আরও পড়ুন –

স্কুল বন্ধ, বাড়ছে সাইবার বুলিং

এবার আসছে ছোটদের ম্যাসেঞ্জার

শিশুদের জন্য ইন্টারনেটে ফিল্টারিং হচ্ছে : মোস্তাফা জব্বার

শিশুদের জন্য কিন্ডেল ই-বুক আনলো অ্যামাজন

শিশুদের নজরদারি করছে ৩৩০০ অ্যান্ড্রয়েড অ্যাপ

মোবাইল ইন্টারনেটেও সেন্সর করতে পারবেন অভিভাবকরা

*

*

আরও পড়ুন