Techno Header Top and Before feature image

নতুন ডিজাইনে আসবে আইম্যাক

আইপ্যাড ও আইম্যাক। ছবি : ইন্টারেনট
Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলিত বছর আইম্যাকের (ডিসপ্লে) নতুন সংস্করণ আনবে অ্যাপল।

সংবাদ মাধ্যম দ্য চায়না টাইমস জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ২৩ ইঞ্চির ডিসপ্লেটি বাজারে আসবে।

গত বছর মার্চে আইম্যাকে যুক্ত করা হয় ৮কোর নবম প্রজন্মের ইন্টেল প্রসেসর ও রেডিয়ন প্রো ভেগা গ্রাফিক্স কার্ড।

কিন্তু এর ডিজাইনে গত এক দশকে খুব বেশি পরিবর্তন আসেনি। ২০১৭ সালে আইফোন ১০, ২০১৮ সালে আইপ্যাড প্রো ও ২০১৯ সালে ম্যাক প্রোয়ের কারণে আইম্যাকের আপডেট আটকে ছিলো। এবারের আপডেটে কমতে পারে বেজেলের আকার।

বর্তমানে আইম্যাকের ২১ দশমিক ৫ ইঞ্চি ও ২৭ ইঞ্চি সংস্করণ বাজারে আছে।

এছাড়াও, আসবে ১১ ইঞ্চির আইপ্যাড এয়ার। ডিভাইসটিতে থাকবে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর উৎপাদন শুরু হবে বছরের দ্বিতীয়ভাগে। 

বছর শেষে আইফোন ১২ সিরিজের পাশাপাশি ঘোষণা আসতে আইম্যাক ও আইপ্যাড এয়ারের।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ২২/২০২০/১৪৪৫

আরও পড়ুন –

আইম্যাকের ২০ বছর

স্টিভ জবস অ্যাপলকে যেভাবে শিখরে তুলেছেন

এ সপ্তাহেই নতুন ম্যাকবুক এয়ার!

*

*

আরও পড়ুন