![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপে গ্রুপ কলের লিমিট বাড়ছে। শিগগির অ্যাপটি দিয়ে ৮ জনের সঙ্গে ভিডিও বা অডিও কলে গ্রুপ চ্যাট করা যাবে।
এখন হোয়াটসঅ্যাপে শুধু ৪ জন একসঙ্গে গ্রুপ চ্যাট করতে পারেন।
ওয়েবসাইট ওয়েবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের আইওএস (২.২০.৫০.২৫) ও অ্যান্ড্রয়েড (২.২০.১৩৩) বেটা সংস্করণে ফিচারটি পরীক্ষা নিরীক্ষার জন্য যুক্ত করা হয়েছে।
কিছু ব্যবহারকারী অ্যাপটি আপডেট করে পরীক্ষামূলকভাবে ফিচারটি ব্যবহার করতে পারছেন।
করোনাভাইরাস মহামারি আকারে ছড়ানোর কারণে সবাই গৃহবন্দী। এ কারণে বিভিন্ন অ্যাপ ভিডিও কলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াচ্ছে।
ইতোমধ্যে হাউজপার্টি ও গুগল ডুয়োতে গ্রুপ কলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপেও সুবিধাটি অচিরেই যুক্ত করা হবে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ২১/২০২০/১৪৩০
আরও পড়ুন –
ম্যাসেজ ফরোয়ার্ডে লাগাম টানছে হোয়াটসঅ্যাপ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি