অনলাইনেই হবে বিয়ে

সময় এখন ভার্চুয়াল বিয়ের। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা বিশ্বে চলছে লকডাউন। কোভিড-১৯ রোগের কারণে সব কিছুই এখন অনলাইন নির্ভর হয়ে গেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিসের কাজ ও বাজার সবাই চলছে অনলাইনে।

তবে থেমে গেছে বিয়ে, জন্মদিন ও বিবাহবার্ষিকীর মতো সামাজিক অনুষ্ঠানগুলো। তাই অনেক প্রেমিক জুটিরই বিয়ের আটকে গেছে। এই সমস্যার সমাধান নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। এক নির্বাহী আদেশের মাধ্যমে জনপ্রশাসন কর্মকর্তা অ্যান্ড্রু কোমো বিয়ের সনদ অনলাইনে ইস্যু করার এবং বিয়ের আনুষ্ঠানিকতা ভিডিও কনফারেন্সে পালন করার নির্দেশ দিয়েছেন।

এই প্রক্রিয়ায় বিয়ে করতে ম্যারেজ সার্টিফিকেটে সই করে অনলাইনেই আপলোড করতে হবে। আগামী ১৮ মে পর্যন্ত এই প্রক্রিয়ায় বিয়ে করতে পারবেন নিউইয়র্কবাসীরা।

Techshohor Youtube

নিউইয়র্কে করনোভাইরাসের প্রকোপ যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের চেয়ে অনেক বেশি। শুধু নিউইয়র্ক সিটিতেই আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৩৫ জন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬০৪ জনের।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ২১/২০২০/১২৪০

আরও পড়ুন –

পাত্র-পাত্রীকে হাতের মুঠোয় আনছে বিয়েটা

বিয়ের ঘটক যখন টিন্ডার

ভারতে বিয়ে রেজিস্ট্রি অনলাইনে

অনলাইনেই বুকিং দেওয়া যাবে ভেন্যু

কেমু ডটকমে যোগ হলো বিয়ের কেনাকাটা

*

*

আরও পড়ুন