![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে টেলিমেডিসিন সেবা শুরু করেছে।
এতে মোবাইল ফোনের মাধ্যমে সব প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা সেবা নিতে পারবেন।
সোমবার অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার ওই সেবা দেবেন শ্রমিকদের। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা দেবেন ডাক্তাররা।
করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উদ্যোগটি নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
এলাকাভিত্তিক সেবা দেবেন প্রধান কার্যালয় পল্টন ডা. নাজমুন নাহার ০১৭৯৭০১১৯১৯, ঢাকা জেলা কার্যালয় ডা. দীপা দত্ত ০১৭১৪২৬৬৮৪৩, ডা. লুৎফুননাহার ০১৯৭২১৩৮৫৩০, ডা. তাহমিনা হোসেন ০১৭১১২৪০৩৯০।
গাজীপুর ডা. বীথি বিশ্বাস ০১৮৪৭১২৯৪৯৩। নারায়ণগঞ্জ ডা. রাজীব চন্দ্র দাস ০১৭২২৯০৯১২২, ডা. জাকিয়ারিজওয়ানা লোটাস ০১৭৮৭৩৮৬৩৬১।
বরিশাল ডা. নবীন কুমারহাওলাদার ০১৯৩৬৪৯৩৪২৭। চট্টগ্রাম ডা. বিশ্বজিত রায় ০১৭১২৩৮৩৭৭৩। খুলনা ডা. মো. সোয়াইব হোসেন ০১৭৪৯৫৯৯৭৯৭ এবং সিলেট থেকে সেবা দেবেন মো. শহিদুল ইসলাম ০১৯১৪৩০০৯১৭।
ইএইচ/এপ্রিল ২০/২০২০/২০৪০
আরও পড়ুন –
টেলিমেডিসিন কার্যক্রমে আরও ২৫ স্বাস্থ্যকেন্দ্র
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি