![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গেইমারদের জন্য আলাদা মোবাইল গেইমিং অ্যাপ আনছে ফেইসবুক। অ্যাপটির নাম ফেইসবুক গেইমিং। এতে ভিডিও গেইম খেলার সময় তা লাইভস্ট্রিম করা যাবে।
অ্যাপটি উন্মোচনের কথা ছিলো জুনে। কিন্তু গৃহবন্দী মানুষের কথা ভেবে অ্যাপটি আগেভাগেই চালু করছে ফেইসবুক।
ফ্রি হলেও অ্যাপটিতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। অ্যাপটিকে বিজ্ঞাপনমুক্ত রাখতে স্ট্রিমারদেরকে ডোনেশন দেওয়ার সুযোগ দেবে ফেইসবুক। স্টার আইকনে ক্লিক করে এই ডোনেশন দেওয়া যাবে। সেখান থেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেবে ফেইসবুক।
টুইট ও ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে ফেইসবুক গেইমিংয়ে থাকবে ‘গো লাইভ’ বাটন। এর মাধ্যমে মোবাইলের অন্যান্য গেইমও লাইভ স্ট্রিম করা যাবে। লাইভে গেলে গেইমটির স্ট্রিমিং ব্যবহারকারীর পার্সোনাল পেইজে দেখা যাবে। ফলে বন্ধুরা ও ফলোয়াররা খুব সহজেই গেইমিংয়ের লাইভস্ট্রিমিং দেখতে পারবেন।
আজ থেকে অ্যাপটি অ্যান্ড্রয়েডে ডাউনলোড করা যাবে। অ্যাপলের অনুমোদন পেলে ভবিষ্যতে আইওএস প্ল্যাটফর্মেও অ্যাপটি ছাড়বে ফেইসবুক।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ২০/২০২০/১১৫৫