![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রিমিয়াম ক্যাটাগরির গেইম ফ্রিতে খেলার সুযোগ দিয়েছে সনি।
গেইম দুটি হলো জার্নি ও আনচার্টেড : দ্য নাথান ড্রেক কালেকশন (প্রথম ৩ পার্ট)। প্লেস্টেশন প্লাসে সাবস্ক্রাইব না করেও গেইমগুলো খেলা যাবে।
মানুষ যাতে বাইরে বের না হয়ে বাসায় বসে গেইম খেলে তা নিশ্চিত করতে ‘প্লে অ্যাট হোম’ কর্মসূচী হাতে নিয়েছে জাপানিজ টেক জায়ান্ট সনি।
বুধবার থেকে গেইমগুলো প্লেস্টেশন ৪ এ খেলা যাচ্ছে। আগামী ৫ মে পর্যন্ত গেইমগুলো ফ্রিতে খেলা যাবে। গেইমগুলো খেলতে প্লেস্টেশন স্টোরে লগ ইন করে সেগুলো ডাউনলোড করতে হবে।
এদিকে, চলতি বছরই নতুন প্লেস্টেশন বাজারে আসার কথা। তবে এর দাম কতো নির্ধারণ করা হবে তা নিয়ে দ্বিধায় রয়েছে সনি। কারণ উৎপাদনের জন্য অনেক যন্ত্রাংশ ও উপাদানের সংকট দেখা দিয়েছে। তাই সীমিত সংখ্যক ইউনিট বাজারে আনবে তারা। আগামী বছরের মার্চের আগ পর্যন্ত ৫০ থেকে ৬০ লাখ ইউনিটের বেশি প্লেস্টেশন বাজারে ছাড়া হবে না।
প্লেস্টেশন ৪ বাজারে আসে ২০১৩ সালে নভেম্বরে। প্রথম দুই প্রান্তিকে ডিভাইটি বিক্রি হয়েছিল ৭৫ লাখ ইউনিট।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ১৬/২০২০/১৬৩৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি