vivo Y16 Project

নিজস্ব প্রসেসর আনছে গুগল

পিক্সেল ৪। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী বছর পিক্সেল ফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করতে পারে গুগল। পরবর্তীতে এই প্রসেসর তারা ক্রোমবুকেও ব্যবহার করবে। এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি গুগল।

স্যামসাংয়ের ৫ ন্যানোমিটার প্রসেস যুক্ত প্রসেসরটিতে থাকবে আটটি কোর। এখন পর্যন্ত এটি হোয়াইটচ্যাপেল কোডনেমে পরিচিত। ডিভাইসে এটি ব্যবহারে গুগল অ্যাসিস্ট্যান্টের পারফর্মেন্স আরও উন্নত হবে।

ফটোগ্রাফির মানোন্নয়নের জন্য গত বছর পিক্সেল ৪ এ পিক্সেল নিউরাল কোর নামের একটি চিপ যুক্ত করে গুগল। কিছু পিক্সেল ফোনে তারা টাইটান এম নামেও একটি সিকিউরিটি চিপ ব্যবহার করেছে।

Techshohor Youtube

এর আগে যতো পিক্সেল ফোন এসেছে তার সবগুলোতেই ছিলো কোয়ালকমের প্রসেসর। বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোয়ালকমের প্রসেসর। হুয়াওয়ে ও স্যামসাং বাদে অন্যান্য সব অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকে কোয়ালকমের প্রসেসর।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ১৫/২০২০/১৩৪৫

আরও পড়ুন –

নিজেদের প্রসেসরেই ভরসা স্যামসাং ও হুয়াওয়ের

কোয়ান্টাম কম্পিউটারে গুগলের চমক

হুয়াওয়ে মেট ৪০ হবে সবচেয়ে শক্তিশালী প্রসেসরের?

এএমডিকে ঠেকাতে প্রসেসরের দাম কমালো ইন্টেল

পাঁচ বছরে ইন্টেলের তৈরি বেশিরভাগ প্রসেসর ত্রুটিপূর্ণ!

*

*

আরও পড়ুন

vivo Y16 Project