![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা ফোন নির্মাতা ওয়ানপ্লাস অনলাইনে নতুন দুটি ফোনের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার অনলাইনে এক ইভেন্টে ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রো উন্মোচন করে তারা।
ওয়ানপ্লাস ৭ এর মতো ওয়ানপ্লাস ৮ প্রোতে এবার আর পপআপ ক্যামেরা নেই। এর বদলে আছে পাঞ্চ হোল ক্যামেরা। ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৭৮ ইঞ্চির, রিফ্রেশ রেট ১২০ হার্জ। আইপি৬৮ রেটিং পাওয়া ফোনটি পানি ও ধুলা নিরোধী।
ফোনটির র্যাম ১২ জিবি, প্রসেসর ৮৬৫ ও ব্যাটারির শক্তি ৪৫১০ এমএএইচ। পেছনে আছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
ওয়ানপ্লাস ৮ এর ডিসপ্লে ৬ দশমিক ৫৫ ইঞ্চি, রিফ্রেশ রেট ৯০ হার্জ। পেছনে আছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ব্যাটারির শক্তি ৪৩০০ এমএএইচ। প্রসেসরে আছে ৮৬৫।
দুটি ফোনেই সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও ফাইভজি সুবিধা।
ওয়ানপ্লাস ৮ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম শুরু হবে ৬৯৯ ডলার থেকে (৫৮ হাজার ৭১৬ টাকা)। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম হবে ৭৯৯ ডলার (৬৭ হাজার ১১৬ টাকা)। ওয়ানপ্লাস ৮ প্রোয়ের ক্ষেত্রে একই সংস্করণ দুটির দাম হবে ৮৯৯ ডলার (৭৫ হাজার ৫১৬ টাকা) ও ৯৯৯ ডলার (৮৩ হাজার ৯১৬ টাকা)। ওয়ানপ্লাসের ওয়েবসাইটে ফোনগুলোর বিক্রি শুরু হবে ২৯ এপ্রিল থেকে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/এপ্রিল ১৫/২০২০/১১৫৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি