Techno Header Top and Before feature image

লকডাউনের আইন মনে করিয়ে দিচ্ছে ড্রোন

ছবি: ইন্টারনেট থেকে নেওয়া
Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: লকডাউনের নীতিমালা অমান্য করলে ড্রোন এসে আইন মনে করিয়ে দিচ্ছে। আড্ডা ভেঙে বাসায় চলে যেতে বলছে।

সায়েন্স ফিকশনের মতো মনে হলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে জনসমাগম ভেঙে দিতে ড্রোনের এমন ব্যবহার হচ্ছে যুক্তরাজ্যের সারে ও সাসেক্সে।

ইস্টার সানডের জনসমাগম রোধ করতে ‘স্কাই টক’ মানে এই ড্রোন প্রোগ্রামকে কাজে লাগাতে দেখা গেছে এসব স্থানে। কোথাও বড় জনসমাগম দেখলেই ড্রোন একটি রেকর্ড করা মেসেজ শোনায় যেখানে বলা হয়, (বাংলা অনুবাদ) “অ্যাটেনশন, এটি একটি পুলিশ বার্তা। আপনারা করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নীতিমালা ভঙ্গ করছেন। আপনারা জীবনকে হুমকির মুখে ফেলছেন। দয়া করে দল ভেঙে বাসায় চলে যান।” ইতিপূর্বে একই ধরনের কর্মসূচী দেখা গেছে চীন, ইতালি ও স্পেনে।

এদিকে একদল মনে করছেন ড্রোনের এমন ব্যবহার উচিত নয়। যদিও সারের প্রশাসন মনে করে পুলিশের জীবন হুমকির মুখে না ফেলে এমন কার্যক্রম পরিচালনা করাই যুক্তিযুক্ত।

সূত্র : ইনডিপেন্ডেন্ট, এমআর/এপ্রিল ১৩/২০২০/১৩২৭

আরও পড়ুন –

আফ্রিকায় ড্রোন যেভাবে জীবন রক্ষাকারী হয়ে উঠছে

এবার ড্রোনে নজরদারি করবে যুক্তরাষ্ট্র

মশা দমনে ড্রোন ব্যবহার করবে কলকাতা

প্রযুক্তি দিয়ে লড়ছে চীন

*

*

আরও পড়ুন