Techno Header Top and Before feature image

জিআইএফ ও ভিডিও সার্চের ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

whatsapp-techshohor1
ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হোয়াটসঅ্যাপে আসছে বেশ কিছু নতুন ফিচার। এর মধ্যে একটি ফিচারের কল্যাণে পুরানো জিআইএফ, ভিডিও, অডিও, লিঙ্ক ডকুমেন্ট সার্চ করা যাবে। তথ্য ফাঁসকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো ফিচারটির স্ক্রিনশট প্রকাশ করেছে।

এছাড়াও, ওয়াবেটাইনফো জানিয়েছে, ব্যাকআপে কোনো ছবি, ভিডিও ও চ্যাট হিস্ট্রি রাখা হলে তার জন্য পাসওয়ার্ড সেট করা যাবে। ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড সেইভ রাখে না বলে একবার এই পাসওয়ার্ড হারালে ব্যাকআপে রাখা চ্যাট হিস্ট্রি আর উদ্ধার করা যাবে না।

ফরোয়ার্ড করা যে কোনো ম্যাসেজ, ভয়েস ম্যাসেজ ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করার ফিচারও ডিজ্যাবল করবে হোয়াটসঅ্যাপ। এতে ভুয়া তথ্য ছড়ানোর গতি কমে আসবে।

ফিচারগুলো বিটা থেকে কবে স্টেবল সংস্করণে যুক্ত হবে তা জানা যায়নি।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ১৩/২০২০/১৩১০

*

*

আরও পড়ুন