অনলাইনে তথ্যপ্রযুক্তি বিভাগের পর্যালোচনা সভা করলেন পলক

অনলাইনে তথ্যপ্রযুক্তি বিভাগের বার্ষিক পর্যালোচনা সভায় জুনাইদ আহমেদ পলক। ছবি : সৌজন্যে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তি বিভাগের ২০১৯-২০ অর্থ বছরের মার্চ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভা ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে। 

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতি হিসেবে যোগ দেন। 

অন্যান্যের মধ্যে সভায় তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম ও বিভাগের অধীন বিভিন্ন সংস্থার প্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা। 

Techshohor Youtube

সভায় বিভাগের চলতি অর্থবছরের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

প্রতিমন্ত্রী প্রকল্পসমূহের কাজ এগিয়ে নিতে প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, চলতি অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন মোট ৩১টি  চলমান প্রকল্পের জন্য প্রায় সাড়ে ১৬শ কোটি টাকা বরাদ্দ রয়েছে। মার্চ ২০২০ পর্যন্ত প্রকল্পসমূহের কাজের গড় অগ্রগতি ৬৪ শতাংশ বলে সভায় জানানো হয়।

ইএইচ/এপ্রি০৮/২০২০/ ১৮০০

*

*

আরও পড়ুন