সফটওয়্যার ছাড়া ওয়েবসাইট ব্লক করার উপায়

Unblock-Website

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাসায় শিশুরা  কিংবা অফিসের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মত বিভিন্ন ওয়েবসাইটে বেশি সময় ব্যয় করতে পারে। তাদের এসব সাইটে আসক্তির কারণে তা নানান ব্যাঘাত তৈরি করতে পারে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হলো সংশ্লিষ্ট ওয়েবসাইটটি কম্পিউটারে ব্লক করে দেওয়া।

ব্লক করার জন্য নানা সফটওয়্যার থাকলেও সফটওয়্যার ছাড়াও যে কোনো ওয়েবসাইট ব্লক করা যায়। এ জন্য কিছু উপায় জানা থাকলে সহজে শিশু ও বড়দের জন্য নিষিদ্ধ ওয়েবসাইট ব্রাউজ বন্ধ করা যাবে।

কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে কম্পিউটারে ওয়েবসাইট ব্লক করা যায় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

Techshohor Youtube

প্রথম কম্পিউটারে নোটপ্যাড ওপেন করতে হবে ।

এরপর যে ওয়েবসাইটি ব্লক করতে হবে সেটির ঠিকানা বা ইউআরএলটি কপি করে #Blocking লিখে এর নিচের লাইনে 127.0.0.1 লিখে  ইউআরএলটি পেস্ট করতে হবে। নিচের উদাহরণটি দেখে নিলে সুবিধা হবে।

আরও পড়ুন: ব্লক পেনড্রাইভ খোলার কৌশল

Untitled
# block google
127.0.0.1 www.google.com

এরপর নোটপ্যাডটি সেইভ করে কপি করে সি ড্রাইভে গিয়ে C:\WINDOWS\system32\drivers\etc লোকেশনে পেস্ট করে দিতে হবে।

তারপর কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে। তাহলেই ওই ওয়েবসাইটটি ওই কম্পিউটারে আর দেখা যাবে না।

 

আরও পড়ুন

বাড়িয়ে নিন পেনড্রাইভের জায়গা

এডেটার ডুয়েল ইউএসবি পেনড্রাইভ বাজারে

পেনড্রাইভ বিষয়ক জিজ্ঞাসা ও সমাধান

Comments are closed.

আরও পড়ুন