![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাসায় শিশুরা কিংবা অফিসের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মত বিভিন্ন ওয়েবসাইটে বেশি সময় ব্যয় করতে পারে। তাদের এসব সাইটে আসক্তির কারণে তা নানান ব্যাঘাত তৈরি করতে পারে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হলো সংশ্লিষ্ট ওয়েবসাইটটি কম্পিউটারে ব্লক করে দেওয়া।
ব্লক করার জন্য নানা সফটওয়্যার থাকলেও সফটওয়্যার ছাড়াও যে কোনো ওয়েবসাইট ব্লক করা যায়। এ জন্য কিছু উপায় জানা থাকলে সহজে শিশু ও বড়দের জন্য নিষিদ্ধ ওয়েবসাইট ব্রাউজ বন্ধ করা যাবে।
কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে কম্পিউটারে ওয়েবসাইট ব্লক করা যায় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথম কম্পিউটারে নোটপ্যাড ওপেন করতে হবে ।
এরপর যে ওয়েবসাইটি ব্লক করতে হবে সেটির ঠিকানা বা ইউআরএলটি কপি করে #Blocking লিখে এর নিচের লাইনে 127.0.0.1 লিখে ইউআরএলটি পেস্ট করতে হবে। নিচের উদাহরণটি দেখে নিলে সুবিধা হবে।
আরও পড়ুন: ব্লক পেনড্রাইভ খোলার কৌশল
# block google
127.0.0.1 www.google.com
এরপর নোটপ্যাডটি সেইভ করে কপি করে সি ড্রাইভে গিয়ে C:\WINDOWS\system32\drivers\etc লোকেশনে পেস্ট করে দিতে হবে।
তারপর কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে। তাহলেই ওই ওয়েবসাইটটি ওই কম্পিউটারে আর দেখা যাবে না।
আরও পড়ুন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি