গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভা অনলাইনে

গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজ। ছবি : টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

২১ এপ্রিল সকাল সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনলাইনে সভা আয়োজন ও এতে অংশগ্রহণের বিস্তারিত শেয়ারহোন্ডারদের জানিয়ে দিয়েছে মোবাইল ফোন অপারেটরটি।

বার্ষিক সাধারণ সভা অনলাইনে করার বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৪ মার্চ এক নোটিশে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিজিটাল প্লার্টফর্ম ব্যবহার করে লাইভ ওয়েবকাস্টে ভার্চুয়াল শেয়ারহোন্ডার মিটিং করতে পারবে।

Techshohor Youtube

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবার নিরপাত্তায় উদ্ভুত সামগ্রিক পরিস্থিতে এই ব্যবস্থা।  

১৭ফেব্রয়ারি পর্যন্ত (রেকর্ড ডেট) সময়ে যারা গ্রামীণফোনের শেয়ারহোন্ডার রয়েছেন তারা এই সভায় অংশ নিতে পারবেন।

ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট বা স্মার্টফোনে সভায় যুক্ত হওয়া যাবে। এজন্য শেয়ারহোল্ডারদের মেইলে পাঠানো লিংকে ১৬ ডিজিটের বিও আইড নম্বর এবং অন্যান্য গোপনীয় তথ্য দিতে হবে । একইভাবে ভোটও দিতে পারবেন তারা। এক্ষেত্রে  এজেন্ডার বিপরীতে ফেভার (Favour) বা অ্যাগেইনস্ট  (Against) লিখতে হবে।

শেয়ারহোল্ডাররা কোনো মন্তব্য বা প্রশ্ন করতে সভা শুরুর ২৪ ঘন্টা আগে  তা লিখিত বা ভিডিও আকারে লিংকে গিয়ে দিতে পারবেন, মেইলও ([email protected]) করতে পারবেন।

অনলাইনে সভায় অংশগ্রহণ করতে কোনো সমস্যা হলে তা সমাধানে ০১৭১১৫৫৫৮৮৮ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

এডি/২০২০/এপ্রিল০৮/২১০০

আরও পড়ুন –

এনওসি পাচ্ছে গ্রামীণফোন

‘মিস আন্ডারস্ট্যান্ডিং হতে প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ে গ্রামীণফোন’

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন

গ্রামীণফোন পেলো প্রথম দেশি সিইও

*

*

আরও পড়ুন