হাইব্রিড ডিভাইসের পেটেন্ট পেল গুগল

ডিভাইসটি দেখতে হবে মাইক্রোসফট ডুয়োর মতো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোল্ডেবল হাইব্রিড ডিভাইস তৈরির পেটেন্ট পেয়েছে গুগল। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস তাদের পেটেন্ট আবেদন মঞ্জুর করে।

গুগলের পিক্সেল টিম পেটেন্টটির জন্য আবেদন করেছিল ২০১৯ সালের মে মাসে। 

ডিভাইসটি হুওয়াওয়ের মেটএক্সের মতো বাইরের দিকে ফোল্ড করা যাবে। ফলে সেলফির জন্য আলাদা করে ক্যামেরা থাকবে না। ব্যাক ক্যামেরা দিয়েই সেলফি তোলা যাবে। দুটি স্ক্রিনের সংযোগ ঘটাতে ডিভাইসটিতে থাকবে হিঞ্জ। ডিভাইসটি দিয়ে ফোল্ডেবল স্মার্টফোন, ফোল্ডেবল ল্যাপটপ ও নোটবুকের কাজ চালানো যাবে। কারণ  ল্যাপটপ বা ট্যাব হিসেবে ব্যবহার করতে প্রয়োজন অনুযায়ী এটা বাঁকানো যাবে।

Techshohor Youtube

গত বছর মাইক্রোসফটও হাইব্রিড ডিভাইস আনার ঘোষণা দেয়। ডিভাইসটিতে চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। কথা ছিল চলতি বছর সেটি বাজারে আসবে। তবে করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময় নাও আসতে পারে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ০৭/২০২০/১১৩৩

*

*

আরও পড়ুন