বেতন নিতে শ্রমিকদের মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশনা

mobile-banking-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সরকার ঘোষিত প্রণোদনা হতে বেতন-ভাতা দিতে শ্রমিক-কর্মচারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এসব অ্যাকাউন্ট ২০ এপ্রিলের মধ্যে খুলতে হবে।

প্রণোদনা তহবিলের শর্ত অনুযায়ী, রপ্তানিমুখী যেসব সচল শিল্প-কারখানায় গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেতন দেওয়া হয়েছে, সেসব কারখানাই এ তহবিল থেকে ঋণ নিতে পারবে।

Techshohor Youtube

এতে কর্মীর ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অনেক কর্মীর ব্যাংক বা মোবাইল কোথাও অ্যাকাউন্ট নেই। তারা যেন সহজে মোবাইল অ্যাকাউন্ট খুলে বেতন-ভাতা পেতে পারেন তাই এই নির্দেশনা।

সোমবার সবগুলো তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়ে যেসব শিল্প-কারখানা কর্মীদের বেতন দেবে তাদের কর্মীদের জন্য এ নির্দেশনা কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়, ২০ এপ্রিলের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে,শ্রমিক-কর্মচারীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে এমএফএস অ্যাকাউন্ট খোলা যাবে, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোন ধরণের চার্জ বা ফি গ্রহণ করা যাবে না।

অ্যাকাউন্ট খুলতে গ্রাহককে সচেতন ও উৎসাহিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে ।

এডি/২০২০/এপ্রিল০৭/০১৫৯

২ টি মতামত

  1. Noor islam said:

    আমি একজন গার্মেন্ট শ্রমিক আমার ইতিমধ্যে মোবাইল একাউন্ট আছে এখন আমি কি করব

    • tahmina tania said:

      আপনি একাউন্ট খুলুন , তার আগে অফিসে কথা বলে নিশ্চিত হয়ে নিন – আপনার একাউন্ট খুলতে হবে কিনা । ধন্যবাদ ।

*

*

আরও পড়ুন