![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সরকার ঘোষিত প্রণোদনা হতে বেতন-ভাতা দিতে শ্রমিক-কর্মচারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এসব অ্যাকাউন্ট ২০ এপ্রিলের মধ্যে খুলতে হবে।
প্রণোদনা তহবিলের শর্ত অনুযায়ী, রপ্তানিমুখী যেসব সচল শিল্প-কারখানায় গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেতন দেওয়া হয়েছে, সেসব কারখানাই এ তহবিল থেকে ঋণ নিতে পারবে।
এতে কর্মীর ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অনেক কর্মীর ব্যাংক বা মোবাইল কোথাও অ্যাকাউন্ট নেই। তারা যেন সহজে মোবাইল অ্যাকাউন্ট খুলে বেতন-ভাতা পেতে পারেন তাই এই নির্দেশনা।
সোমবার সবগুলো তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়ে যেসব শিল্প-কারখানা কর্মীদের বেতন দেবে তাদের কর্মীদের জন্য এ নির্দেশনা কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়, ২০ এপ্রিলের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে,শ্রমিক-কর্মচারীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে এমএফএস অ্যাকাউন্ট খোলা যাবে, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোন ধরণের চার্জ বা ফি গ্রহণ করা যাবে না।
অ্যাকাউন্ট খুলতে গ্রাহককে সচেতন ও উৎসাহিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে ।
এডি/২০২০/এপ্রিল০৭/০১৫৯
আমি একজন গার্মেন্ট শ্রমিক আমার ইতিমধ্যে মোবাইল একাউন্ট আছে এখন আমি কি করব
আপনি একাউন্ট খুলুন , তার আগে অফিসে কথা বলে নিশ্চিত হয়ে নিন – আপনার একাউন্ট খুলতে হবে কিনা । ধন্যবাদ ।