Techno Header Top and Before feature image

লিঙ্কডইনের তথ্য নিয়েছে জুম

জুম অ্যাপ। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের মহামারী ছাড়ানোর ফলে ভিডিও চ্যাটিং অ্যাপ জুমের ব্যবহার হঠাৎ বেড়ে গেছে।

বাসা থেকে অফিসের কাজ করতে অনেকেই জুম ব্যবহার করছেন। ব্যবহারকারী অনেক বেড়ে গেলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করছে না জুম। এমন দাবি করেছে, সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস।

তাদের দাবি, কোনো ব্যবহারকারী ভিডিও কনফারেন্সে যোগ দিলে তার নাম ও ইমেইল ঠিকানা সংরক্ষণ করে লিঙ্কড ইন প্রোফাইলের সঙ্গে তা মিলিয়ে নিচ্ছে জুম।

জুম মিটিংয়ে অংশ নেওয়া ব্যবহারকারীরা লিঙ্কড ইন সেলস নেভিগেটর সার্ভিসের সাবস্ক্রাইবার হলে অন্য জুম ব্যবহাকারীদের নাম, পদবি, ঠিকানা ও অফিসের নাম দেখতে পারছেন।

ডেটা মাইনিং করার আগে ব্যবহারকারীদেরকে নোটিফাই করেনি জুম। তাই এ নিয়ে রিপোর্ট প্রকাশের পর সমালোচনার মুখে ডেটা মাইনিং ফিচারটি সরিয়ে নেয় তারা।

এ ব্যাপারে জুমের সিইও এরিক ইউয়ান বলেন, ব্যবহারকারীদের আস্থা অর্জনে প্ল্যাটফর্মটিতে তারা আরও স্বচ্ছতা আনবে। হঠাৎ করেই ব্যবহারকারী বেড়ে যাওয়ায় আগামী ৯০ দিন নতুন কোনো ফিচার নিয়ে কাজ করবে না তারা। এর পরিবর্তে ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাকেই অগ্রাধিকার দেবে।

ইন্টারনট অবলম্বনে এজেড/ এপ্রিল ০৫/২০১৯/১৮১৪

আরও পড়ুন – 

সাবধান! জুম মিটিংয়ের ভিডিও রেকর্ড করবেন না

জুমের জনপ্রিয়তায় কোণঠাসা স্কাইপে 

জুম ব্যবহারের হিড়িকে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি

*

*

আরও পড়ুন