![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছে ইউটিউব।
নতুন ফিচার হিসেবে ইউটিউবে তারা শর্টস নামের একটি ফিচার আনছে। ইউটিউবের মোবাইল অ্যাপে ফিচারটি যুক্ত হবে, আলাদা কোনো অ্যাপ হিসেবে আসবে না।
ইউটিউব তাদের লাইসেন্স করা গানই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করার সুযোগ দেবে। বছরের শেষ দিকে শর্টস ফিচারটি চালু হতে পারে।
এর আগে ফেইসবুক লাসসো নামে একটি অ্যাপ আনে। টিকটকের মতো ফিচার আনে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটও। তবে কেউই টিকটকের মতো সফল হয়নি। ইউটিউব পেরে উঠবে কিনা তা সময়ই বলে দেবে।
গত এক বছরে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে টিকটক নামনো হয় ৮৪ কোটি ২০ লাখ বার।
ইন্টারনেট অবলম্বনে এজেড/এপ্রিল ০৫/২০২০/১২৪০
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি