![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের প্রভাবে ভিডিও চ্যাট ও গেইমিং অ্যাপটির চাহিদা হঠাৎ করেই বেড়েছে। তবে একই সঙ্গে অদ্ভুত এক সমস্যায় পড়েছে অ্যাপটির মূল প্রতিষ্ঠান এপিক গেইমস।
অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করা মাত্র নেটফ্লিক্স, স্পটিফাই ও ইনস্টাগ্রামে লগ ইন করা যাচ্ছে না বলে তাদের কাছে অভিযোগ আসছে।
এপিক গেইমস অবশ্য হ্যাকিংয়ের কোনো প্রমাণ পাচ্ছে না। এ পরিস্থিতিতে ১ মিলিয়ন ডলারের বাউন্টি ঘোষণা করেছে তারা। কেউ যদি সমস্যাটি খুঁজে বের করতে পারে, তবে তাকে এই অর্থ পুরস্কার দেওয়া হবে।
এই পরিস্থিতিতে অ্যাপটি থেকে অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে অনুসরণ করতে পারেন নিচের ধাপগুলো।
অ্যান্ড্রয়েডে যেভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন
১. প্রথমে ইমেইল অ্যাপ খুলতে হবে।
২. নতুন ইমেইল লিখতে Compose বাটনে ক্লিক করতে হবে।
৩. রিসিপিয়েন্টস বক্সে লিখতে হবে [email protected]
৪. সাবজেক্টে লিখতে হবে Request to Delete Account
ইমেইলের বডিতে লিখতে হবে নাম, ইমেইল অ্যাড্রেস, হাউজ পার্টি, হাউজ পার্টি অ্যাপ ইউজার নেইম, ও ফোন নম্বর।
এরপর ইমেইলটি পাঠিয়ে দিলে এপিক গেইমসই অ্যাকাউন্ট ডিলিট করে দেবে।
আইওএসে হাউজপার্টি অ্যাকাউন্ট ডিলিট করার উপায়
১. অ্যাপটি চালু করে বাম দিকের ইউজার আইকনে ক্লিক করতে হবে।
২. Settings আইকনে ক্লিক করে Privacy-তে ক্লিক করতে হবে।
৩. এরপর Delete Account এ ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে।
৪. সব শেষে Delete অপশনে ক্লিক করতে হবে।
অ্যাকাউন্ট ডিলিট হলে হাউজপার্টির Sign In স্ক্রিন চালু হবে। এরপর অ্যাপটি আইফোন থেকে মুছে ফেলা যাবে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ এপ্রিল ০১/২০২০/১২