![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের পাশাপাশি ভুয়া নিউজও ছড়াচ্ছে বাতাসের গতিতে।
যুক্তরাজ্যের মন্ত্রীপরিষদ এ সমস্যা সমাধানে সোশ্যাল মিডিয়াগুলোর সঙ্গে যৌথ কমিটিতে কাজ করছে।
দেশটির সংস্কৃতি সচিব অলিভার ডওডেন জানিয়েছেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে কঠোর হতে হবে কারণ এগুলোর কারণেও মানুষ জীবন হারাচ্ছে। এই কমিটি দিনে ১০টি করে ভুয়া খবর শনাক্ত করছে। অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য বিশেষজ্ঞদের নামে চালানো হচ্ছে।
এছাড়াও, সরকারের বিভিন্ন বার্তার অপপ্রচার ঘটানো হচ্ছে। যেমন গত সপ্তাহে সরকার সবাইকে ঘরে থাকার আনুরোধ জানিয়ে টেক্সট ম্যাসেজ পাঠায়। ম্যাসেজটি বিকৃত করে কয়েক ধরণের ভুয়া তথ্য ছড়ানো হয়।
ভুয়া খবর ঠেকাতে দেশটির সরকার ‘ডোন্ট ফিড দ্য বিস্ট’ নামের একটি ক্যাম্পেইনও চালু করেছে। কোনো কিছু শেয়ার করার আগে যাতে সবাই একটু চিন্তা করে সে আহবান জানাতেই ক্যাম্পেইনটি চালু করা হয়।
যুক্তরাজ্যের মন্ত্রী ড্যামিয়ান কলিনস বলেছেন, রোগটি সম্পর্কে অনেক কিছুই মানুষের অজানা। প্রতিনিয়তই নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। ফলে মানুষ যেকোনো গুজব বিশ্বাস করে ফেলছে।
শুধু যুক্তরাজ্যে নয়, সারা বিশ্বেই ভুয়া তথ্য ছড়াচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ফেইসবুক, গুগল, মাইক্রোসফট ও রেডিটও বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ করার গবেষণা দিয়েছে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ৩১/২০২০/১৭১৫
আরও পড়ুন –
করোনাভাইরাস : তথ্য শেয়ারের আগে মাথায় রাখুন বিষয়গুলো