Samsung IM Campaign_Oct’20

ডুয়োতে কথা বলা যাবে ১২ জন পর্যন্ত

গুগল ডুয়ো অ্যাপ। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগলের ভিডিও চ্যাট করার অ্যাপ ডুয়োর ভিডিও কলে সর্বোচ্চ ১২ জন একসঙ্গে যোগ দিতে পারবেন। এতোদিন এ সুযোগ ছিল ৮ জনের জন্য।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়ানোর কারণে সবাই গৃহবন্দী। সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন মানুষগুলো কথা ভেবেই ডুয়ো ভিডিও কলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর।

তবে এই সুবিধা সাময়িক সময়ের জন্য দেওয়া হচ্ছে কিনা তা তিনি খোলাসা করেননি।

২০১৯ সালের মে মাসে ডুয়োর লিমিট ৮ জন পর্যন্ত বাড়ানো হয়। এর আগে সর্বোচ্চ ৪ জন একসঙ্গে ভিডিও কলে কথা বলতে পারতো।

গুগল ডুয়ো চালু হয় ২০১৬ সালে। জনপ্রিয় সেবাটি অ্যান্ড্রয়েড ফোনে প্রি-ইনস্টল্ড থাকে।

ডুয়োর প্রতিদ্বন্দ্বী অ্যাপ অ্যাপলের ফেইসটাইম। সেখানে একত্রে ৩২ জন কথা বলতে পারেন।

স্কাইপ ও ম্যাসেঞ্জারে ৫০ জন ভিডিও কলে অংশ নিতে পারেন। জুমে কথা বলতে পারেন ১০০ অংশগ্রহণকারী।

এজেড/ মার্চ ৩১/২০২০/১৩৩৫

আরও পড়ুন –

যেভাবে জুম কলে ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন

ভাইবারে গ্রুপ কলে এখন ২০ জন

করোনা : হ্যাংআউট প্রিমিয়াম ফ্রি করলো গুগল

স্কাইপ গ্রুপ কলে এখন ৫০ জন

ফেইসবুকে গ্রুপ ভিডিও কলের কৌশল

*

*

আরও পড়ুন