![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশব্যাপী কোভিড-১৯ রোগের চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার থেকে করোনাভাইরাসের চিকিৎসা সহায়ক সরঞ্জাম যেমন, পিপিই, কিটস এবং গণসচেতনতা মূলক লিফলেট দেশব্যাপী সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে দিচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে দেশের ডাক বিভাগ গত শনিবার থেকে এই কর্মসূচি গ্রহণ করেছে। দেশের ৬৪টি জেলায় সিভিল সার্জন কার্যালয়ে ডাক বিভাগের ৬০টি কাভার্ড ভ্যান দিয়ে এই সব চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে।
পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ডাক বিভাগ সিভিল সার্জন কার্যালয়ে করোনা চিকিৎসা সহায়ক সরঞ্জাম হস্তান্তর করছে।
মন্ত্রী ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্রকে বিষয়টি সার্বিক তদারকি করার নির্দেশ দিয়েছেন।
এছাড়াও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে ইন্টারনেট ও টেলিফোন সেবাকে জরুরী সেবার অন্তর্ভূক্ত করে গত ২৪ মার্চ সরকারি আদেশ জারি করা হয়।
এরই ধারাবাহিকতায় বৈশ্বিক এই দুর্যোগের সময়েও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ ইন্টারনেট ও টেলিকম সেবায় নিয়োজিত সার্ভিসগুলো বিশেষ করে টেলিটক ও বিটিসিএল কর্মচারি কর্মকর্তারা দেশে নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছেন।
ইএইচ/ মার্চ৩০/২০২০/১৭৫৬
আরও পড়ুন –
গ্রাহকসেবায় করোনাকে চ্যালেঞ্জ বিটিসিএল ও টেলিটকের
তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের রপ্তানিকারকরা অনুদান পাচ্ছেন