![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শীর্ষ ইউটিউবারদের মধ্যে ১০০ জন মিলে একটি ভিডিও তৈরি করেছেন। সেখানে করোনাভাইরাসের মহামারি ঠেকাতে তারা ভক্তদেরকে বাসায় থাকার অনুরোধ জানিয়েছেন।
ভিডিওর শুরুতেই দেখা যায়, ইউটিউবার কেএসআই-কে। তার আসল নাম জেজে ওলাতানজি। ফলোয়ার সংখ্যা ২ কোটি ১০ লাখ। তিনি বলেন, যুক্তরাজ্য সরকার ঘরে থাকার পরামর্শ দিয়েছে। তাই ভিডিওর মাধ্যমে আমরা সচেতনতা তৈরি করতে চাচ্ছি। ইউটিউব তারকাদের মধ্যে আরও দেখা গেছে রিও ফারদিনান্ড, জেস গ্লিন এ জো উইকসকে।
ভিডিওটি পোস্ট করা হয় সাইডম্যান নামের একটি অ্যাকাউন্ট থেকে। সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ৭৬ লাখ। ২১ মিনিটের ভিডিওটি থেকে যা আয় হবে তা দান করা হবে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসকে।
করোনাভাইরাসের কোনো ওষুধ আবিষ্কার হয়নি। শুধু ঘরে থাকলেই ঝুঁকিমুক্ত থাকা যায়। তাই ঘরে থাকতে সবাইকে অনুরোধ করা হয়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ২৩১ জনের।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ৩০/২০২০/
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি