Techno Header Top

স্কুল বন্ধ, বাড়ছে সাইবার বুলিং

অনলাইনে বাড়তে পারে নিপীড়নের মাত্রা। ছবি : বিবিসি
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্কুল বন্ধ থাকয় শিশুরা এখন অনলাইনে বেশি সময় ব্যয় করছে।

এতে করে অনলাইনে নিপীড়নের শিকার হওয়ার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ইউরোপল।

তারা জানিয়েছেন, শিশু নিপীড়কদের সক্রিয়তা আগের চেয়ে বেড়েছে।

বাসায় শিশুরা একা একা ইন্টারনেট ঘাঁটছে ফলে তাদের প্রতি অভিভাবকদের নজরও থাকছে কম। এমন পরিস্থিতিতে শিশুদেরকে ফুসলনো নিপীড়কদের জন্য বেশ সহজ।

সাইবার নিরাপত্তা বিষয়ক ফার্ম টু হ্যাট জানিয়েছে, তাদের নির্মিত এআই প্রযুক্তি অনলাইনে সাইবার বুলিং শনাক্ত করতে পারে। সেখান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনলাইনে ইন গেইম চ্যাটের সময় ৫৭ শতাংশ শিশু সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। ২২ শতাংশ শিশু বুলিংয়ের কারণে গেইম খেলাই ছেড়ে দিয়েছে।

সারে বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি এক্সপার্ট অ্যালান উডওয়ার্ড জানিয়েছেন, এ সময়টাতে শিশুরা যাতে উদ্বিগ্ন না থাকে সে বিষয়ে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। নিয়মিত তাদের সঙ্গে কথা বলতে হবে। জানতে হবে, অনলাইনে তারা সারাদিন কী করেছে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ২৯/২০২০/১১২০

*

*

আরও পড়ুন