জ্যাক মার দেয়া ৩ লাখ মাস্ক আসছে রোববার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার ৩ লাখ মাস্ক পাঠাচ্ছেন আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা।

ইতোমধ্যে এসব মাস্ক বাংলাদেশের পথে শিপমেন্ট হয়েছে।

ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফাইড ফেইসবুক পেইজে বলা হয়, জ্যাক মার দেয়া ৩ লাখ মাস্ক রোববার বেলা আড়াইটায় বাংলাদেশে পৌঁছাবে।

Techshohor Youtube

এর আগে শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছেছে আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মার পাঠানো ৩০ হাজার করোনা টেস্ট কিট। এদিন বিকেলে এসব কিট বাংলাদেশ সরকার গ্রহণ করে ।

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত জ্যাক মা এশিয়ার দশটি দেশে মোট ১৮ লাখ মাস্ক এবং দুই লাখ ১০ হাজার কোভিড-১৯ টেস্ট কিট পাঠাবেন বলে টুইট করেছিলেন।

সেখানে বাংলাদেশ ছাড়াও জ্যাক মা’র তালিকায় আফগানিস্তান, পাকিস্তান, লাওস, কম্বোডিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে এসব সরাঞ্জাম পৌঁছে গেছে।

শনিবার করা ওই টুইটে জ্যাক মা জানিয়েছিলেন, এসব সরঞ্জামের পাশাপাশি প্রোটেক্টিভ স্যুট, ভেন্টিলেটর ও থার্মমিটারও পাঠাবেন তিনি।

এডি/২০২০/মার্চ২৮/১৮০০

আরও পড়ুন –

জ্যাক মার পাঠানো ৩০ হাজার করোনা টেস্ট কিট বাংলাদেশে

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সরঞ্জাম দিচ্ছে জ্যাক মা

চেনা পরিচয়ের বাইরের জ্যাক মা 

*

*

আরও পড়ুন