Techno Header Top

করোনা পরিস্থিতিতে ঢাকা ছেড়েছে কোটি মোবাইল গ্রাহক

mobile-phone-call-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনার প্রকোপ ঠেকানোর ছুটির মধ্যে ঢাকা ছেড়ে গেছেন প্রায় ১ কোটি মোবাইল ফোন গ্রাহক।

এ তথ্য ন্যাশনাল টেলিকম মনিটরং সেন্টার বা এনটিএমসির।

এনটিএমসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল আহসানের বক্তব্যে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, মোবাইল ফোন অপারেটরগুলোর দেয়া গ্রাহক অবস্থানের তথ্যে এই পরিসংখ্যান পাওয়া গেছে।

এর মধ্যে গ্রামীণফোনের ৪৬ লাখ, রবির ৩৫ লাখ, বাংলালিংকের ১৬ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।

এডি/২০২০/মার্চ২৮/১৭০০

আরও পড়ুন –

গ্রাহকসেবায় করোনাকে চ্যালেঞ্জ বিটিসিএল ও টেলিটকের

নতুন দুই হান্টিং হটলাইন আইইডিসিআরের

ইন্টারনেটের গতি কমায় যেসব ডিভাইস

জুম ব্যবহার কতটা নিরাপদ?

*

*

আরও পড়ুন