![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনার প্রকোপ ঠেকানোর ছুটির মধ্যে ঢাকা ছেড়ে গেছেন প্রায় ১ কোটি মোবাইল ফোন গ্রাহক।
এ তথ্য ন্যাশনাল টেলিকম মনিটরং সেন্টার বা এনটিএমসির।
এনটিএমসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল আহসানের বক্তব্যে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, মোবাইল ফোন অপারেটরগুলোর দেয়া গ্রাহক অবস্থানের তথ্যে এই পরিসংখ্যান পাওয়া গেছে।
এর মধ্যে গ্রামীণফোনের ৪৬ লাখ, রবির ৩৫ লাখ, বাংলালিংকের ১৬ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।
এডি/২০২০/মার্চ২৮/১৭০০
আরও পড়ুন –
গ্রাহকসেবায় করোনাকে চ্যালেঞ্জ বিটিসিএল ও টেলিটকের
নতুন দুই হান্টিং হটলাইন আইইডিসিআরের
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি