![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঘরে বসে থাকার কারণে বাসা বাড়িতে টিভি দেখার হার অনেক বেড়ে গেছে। এতে করে বার বার হাতে ধরতে হচ্ছে রিমোট কন্ট্রোল।
ডিভাইসটি জীবাণু মুক্ত রাখতে রিমোটে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করার সুযোগ নেই। এতে রিমোটের ক্ষতি হতে পারে। এর চেয়ে সাবান পানির মিশ্রণ দিয়ে পরিষ্কার করা নিরাপদ। রিমোট কিভাবে পরিষ্কার করতে হবে সে বিষয়ে এখানে বিস্তারিত জানানো হলো।
রিমোট পরিষ্কারে যা যা প্রয়োজন হবে
নরম সুতি কাপড়, কম ক্ষার যুক্ত সাবান, পানি, রাবিং অ্যালকোহল, কিউ-টিপ ও টুথ পিক।
যেভাবে কাজটি করবেন
১. প্রথমেই রিমোটের ব্যাটারি খুলে নিতে হবে। কারণ কোনোভাবেই ব্যাটারিতে পানি লাগানো যাবে না।
২. পানির সঙ্গে সাবান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। সাবান পানির অনুপাত নিজের আন্দাজ অনুযায়ী ঠিক করতে হবে।
৩. পাতলা সুতি কাপড় মিশ্রণে ডুবিয়ে পানি ঝড়িয়ে নিতে হবে। এরপর খুব সাবধানে রিমোটের সামনে ও পেছনে আলতো চাপ দিয়ে মুছতে হবে। চাইলে বাটারি যেখানে থাকে সে অংশটুকুও মুছতে পারেন।
৪. এরপর শুকনা কাপড় দিয়ে রিমোটে লেগে থাকা পানি মুছে নিতে হবে। হ্যান্ড স্যানিটাইজার দিয়েও কাজটি করা যাবে। তবে বাজারে এর যোগান নেই। তাই সাবান পানির মিশ্রণ ব্যবহার করাই ভালো।
৫. রিমোটের বাটন পরিষ্কারের জন্য ব্যবহার করতে হবে কটন বাড। সাবান পানির মিশ্রণে কটন বাড ডুবিয়ে চেপে নিতে হবে। এরপর বাটনগুলোর আশেপাশে লেগে থাকা ধুলাবালি মুছতে হবে।
৬. বাটন ও কেসিংয়ের মাঝে জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে টুথপিক দিয়ে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ২৮/২০২০/১৪০৫
আরও পড়ুন –
স্মার্টফোন পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবেন যেভাবে
গাড়ি জীবাণু মুক্ত রাখতে যা করবেন