![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনগণকে ঘরে রাখতে ভারতে এখন কারফিউ চলছে। করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে লক ডাউন করা হয়েছে পুরো দেশ।
এই সময় অন্যান্য সব পেশাজীবীদের মতো বলিউডের তারকারাও ঘরে বসে সময় কাটাচ্ছেন। কিভাবে তারা সময় পার করছেন তার খণ্ড চিত্র পাওয়া গেছে ক্যাটরিনা কাইফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
সেখানে এক পোস্টে দেখা যায়, ফেইসটাইমে গ্রুপ খুলে তিনি ভিডিও চ্যাট করছেন বরুন ধাওয়ান ও আর্জুন কাপুরের সঙ্গে।
পোস্টটির ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, আবার একত্রিত হলাম, এটা আমাদের নতুন গঠন করা ক্লাব। ক্লাবের #isolated r us নামটা খুবই যুতসই হয়েছে।
একে অপরকে তারা প্রায় ১৫ বছর ধরে চেনেন। তবে তারা কেউই সিনেমায় কখনও একসঙ্গে অভিনয় করেননি। ক্যাটরিনার সঙ্গে পরিচয়ের প্রথম দিকে বরুন ধাওয়ান ও আর্জুন কাপুর ‘আই হেট ক্যাটরিনা’ নামের একটি ক্লাব খুলেছিলেন। পরবর্তীতে টক শো কফি উইথ করনে খোলাসা হয়, ক্যাটরিনার আশেপাশে থাকলে সালমান খানের মনোযোগ তারা কম পেতেন। এই ক্ষোভেই ক্যাটরিনার বিরুদ্ধে গ্রুপ খুলেছিলেন। এক যুগ পরে তাদেরকে এখন বন্ধু হিসেবেই দেখা যাচ্ছে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মার্চ ২৮/২০২০/০৮.০৫