![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশে এসে পৌঁছেছে আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মার পাঠানো ৩০ হাজার করোনা টেস্ট কিট।
শুক্রবার বিকেলে এসব কিট বাংলাদেশ সরকার গ্রহণ করেছে ।
ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফাইড ফেইসবুক পেইজে বলা হয়, জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩০ হাজার করোনাভাইরাস শনাক্তকরণ কিটের চালানটি হস্তান্তর করেছে।
এর আগে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত জ্যাক মা এশিয়ার দশটি দেশে মোট ১৮ লাখ মাস্ক এবং দুই লাখ ১০ হাজার কোভিড-১৯ টেস্ট কিট পাঠাবেন বলে টুইট করেছিলেন।
সেখানে বাংলাদেশ ছাড়াও জ্যাক মা’র তালিকায় আফগানিস্তান, পাকিস্তান, লাওস, কম্বোডিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে এসব সরাঞ্জাম পৌঁছে গেছে।
শনিবার করা ওই টুইটে জ্যাক মা জানিয়েছিলেন, এসব সরঞ্জামের পাশাপাশি প্রোটেক্টিভ স্যুট, ভেন্টিলেটর ও থার্মমিটারও পাঠাবেন তিনি।
এডি/২০২০/মার্চ২৭/২১২৭
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি